17.7 C
London
July 26, 2025
TV3 BANGLA
যুক্তরাজ্য (UK)

স্পাই ক্যামেরায় ধরা পড়লেই জরিমানাঃ যুক্তরাজ্যের বিমানবন্দরগুলোয় নতুন ফাঁদ যাত্রীদের জন্য

যুক্তরাজ্যের প্রধান বিমানবন্দরগুলোতে ড্রপ-অফ জোনে নতুন স্বয়ংক্রিয় স্পাই ক্যামেরা বসানো হয়েছে। এতে প্রিয়জনকে গাড়ি থেকে নামিয়ে দিয়ে চলে যাওয়ার সাধারণ প্রক্রিয়াই এখন বিপজ্জনক হয়ে উঠছে অনেক ভ্রমণকারীর জন্য। সময়মতো ফি পরিশোধ না করলে গুনতে হচ্ছে ১০০ পাউন্ড পর্যন্ত জরিমানা।

 

হিথরো, গ্যাটউইক, লুটন ও বার্মিংহামসহ অন্তত পাঁচটি বড় বিমানবন্দর ইতিমধ্যে টোল ব্যারিয়ার তুলে দিয়ে চালু করেছে ANPR (Automatic Number Plate Recognition) ক্যামেরা। ক্যামেরাগুলো স্বয়ংক্রিয়ভাবে গাড়ির নম্বর শনাক্ত করে এবং নির্ধারিত সময়ের মধ্যে ফি না দিলে সরাসরি জরিমানা পাঠায়।

প্রত্যেকটি অতিরিক্ত মিনিটের জন্য ৭০ পেনি থেকে ১ পাউন্ড পর্যন্ত অতিরিক্ত চার্জ ধরা হচ্ছে। লন্ডনের গ্যাটউইক এবং হিথরো বিমানবন্দর এখন সবচেয়ে ব্যয়বহুল, যেখানে মাত্র কয়েক মিনিটের জন্য পার্কিংয়ে গুনতে হচ্ছে যথাক্রমে £৭ ও £৬। লিডস, ব্র্যাডফোর্ড, ব্রিস্টল, সাউথহ্যাম্পটনসহ একাধিক বিমানবন্দরও তাদের চার্জ বাড়িয়েছে।

এডিনবরা, গ্লাসগো ও অ্যাবারডিন বিমানবন্দরে এখনো টিকিট সংগ্রহের পর গেট খোলে, তবে সেখানেও বসানো হয়েছে ANPR ক্যামেরা। ধারণা করা হচ্ছে, শিগগিরই এসব বিমানবন্দরেও পুরোপুরি স্বয়ংক্রিয় জরিমানা পদ্ধতি চালু হতে পারে।

ব্রিটিশ নাগরিক অ্যাম্বার কোলম্যান অভিযোগ করেছেন, প্রেমিককে তুলতে গিয়ে স্ট্যানস্টেড বিমানবন্দরে কয়েক মিনিট অপেক্ষা করায় তিনি ১০০ পাউন্ড জরিমানার নোটিশ পান। তিনি বলেন, “এটা চরম অন্যায়। ফোন করে বোঝাতে চেয়েও কোনো সহায়তা পাইনি। মনে হয়েছে যেন সাধারণ মানুষকে ঠকাতে পরিকল্পিত ফাঁদ পাতা হয়েছে।”

সূত্রঃ দ্য এক্সপ্রেস

এম.কে
২৫ জুলাই ২০২৫

আরো পড়ুন

ইসলাম গ্রহণ করেছেন ব্রিটিশ অভিনেতা ও গায়ক

এবারের বাজেটে যা ঘোষণা দিতে যাচ্ছেন ঋষি সুনাক

কেট-উইলিয়ামের মাঝখানে হাজির— কে এই হানবুরি