4.3 C
London
January 22, 2025
TV3 BANGLA
আন্তর্জাতিক

স্পেনে মহিলা সাংবাদিককে লাইভে খারাপ স্পর্শের কারণে গ্রেফতার ১

স্পেনের টিভিতে খবরের লাইভ চলাকালীন সময়ে একজন প্রতিবেদকের গোপনস্থানে অশ্লীলভাবে স্পর্শ করেছে একজন দুষ্কৃতকারী। এই অশ্লীলতার কারণে সেই দুষ্কৃতকারীকে গ্রেপ্তার করেছে স্পেনের পুলিশ।

সাংবাদিক ইসা বালাদো স্পেনের মাদ্রিদের কাছে একটি ডাকাতির ঘটনার লাইভ রিপোর্ট করছিলেন। তখন একজন লোক তার পিছন থেকে এসে তার নিতম্বে খারাপ উদ্দেশ্যে হাত রেখেছিল বলে ব্রিটিশ সংবাদমাধ্যমের খবরে জানা যায়।

শেষ খবর পাওয়া পর্যন্ত স্পেন পুলিশ সেই যৌন লম্পটকে গ্রেফতার করে নিয়ে যায় বলেও জানা যায়।

এম.কে
১৪ সেপ্টেম্বর ২০২৩

আরো পড়ুন

খেতে গিয়ে জ্যান্ত অক্টোপাস আটকে গেল গলায়, হৃদযন্ত্র বিকল হয়ে মৃত্যু বৃদ্ধের

সামরিক ঘাঁটি স্থাপনের শর্তে সার্বভৌমত্ব পেল দ্বীপপুঞ্জটি

ফ্রান্সে ফ্রিজার ট্রাক থেকে উদ্ধার ১৮ অনিয়মিত অভিবাসী