4 C
London
January 22, 2025
TV3 BANGLA
মুক্তমতশীর্ষ খবর

স্প্রিং স্টেটমেন্ট ২০২২: গ্রেট ব্রিটেনের অর্থনীতি এবং প্রপার্টি সেক্টর

চ্যান্সেলর রিশি সুনাক গত ২৩ মার্চ ২০২২ সালে স্প্রিং স্টেটমেন্ট ২০২২ ঘোষণা করেছে।  এই স্টেটমেন্ট ২০২২ সালের প্রথম মিনি বাজেট।

 

স্প্রিং স্টেটমেন্ট ঘোষণার শুরুতে চ্যান্সেলর রিশি সুনাক ইউক্রেন ইস্যু নিয়ে আলোচনা করেন। তিনি বলেছেন তিনি এই ব্যাপারে সতর্ক দৃষ্টি রাখছেন। এই পরিস্থিতিতে ব্রিটেনের অর্থনীতি শক্তিশালী ও নিরাপদ রাখার জন্য তিনি সব রকম পদক্ষেপ নিবেন। তিনি আরও বলেছেন,” “The actions we have taken to sanction Putin’s regime are not cost-free for us at home. The invasion of Ukraine presents a risk to our recovery as it does to countries around the world,”

 

স্প্রিং স্টেটমেন্ট ২০২২ এর প্রধান লক্ষ্য হল বিজনেস এন্টারপ্রাইজ সমূহের জন্য নতুন কালচার সৃষ্টি করা এবং ট্যাক্স ব্যবস্থাকে রিফর্ম করে সাসটেইনেবল গ্রোথ করা।

 

এই মিনি বাজেটে সরকারের প্রধান পদক্ষেপ হলঃ

  • আগামী ১২ মাসের জন্য পেট্রোল এবং ডিজেল এর ফুয়েল ডিউটি প্রতি লিটারে ৫% কমানো হবে।
  • এমপ্লয়মেন্ট এলাউনস £৪০০০ থেকে £৫০০০ উন্নীত করা হবে।
  • energy savings materials (ESM) ব্যাবহার করলে ভ্যাট ৫% থেকে ০% করা হবে।
  • রিসার্চ এন্ড ডেভেলপমেন্ট সেক্টরে প্রণোদনা দেয়া হবে।

 

স্প্রিং স্টেটমেন্ট ২০২২ এবং প্রপার্টি সেক্টর

  • ২০২২ সালে ইনফ্লেশন রেট ৭.৪% বা তার বেশি হতে পারে।
  • এডিশনাল প্রপার্টির জন্য স্ট্যাম্প ডিউটি ট্যাক্স ৩% থেকে ৪% বৃদ্ধি হবে
  • রেসিডেনসিয়াল প্রপার্টিতে energy savings materials (ESM) ব্যবহার করলে আগামী ৫ বছরের জন্য ভ্যাট ৫% থেকে ০% করা হবে।

 

 

প্রপার্টি সেক্টর  এবং মর্গেজ সংক্রান্ত যেকোনো ব্যাপারে বিস্তারিত জানতে আমাদের সাথে নিচের টেলিফোন নাম্বারে অথবা ইমেইলে যোগাযোগ করতে পারেন।

Email: info@benecofinance.co.uk

Tel:  +4402080502478

আরো পড়ুন

ইংল্যান্ডের স্কুল শিক্ষার্থীদের মাস্ক ব্যবহার নিয়ে বিতর্ক

সড়ক দুর্ঘটনায় অ্যান্ড্রু সাইমন্ডস নিহত

পাবলিক ট্রান্সপোর্টে মাস্ক না পরলে ২০০ পাউন্ড জরিমানা!