TV3 BANGLA
স্পোর্টস

হামজা-সাকিবের মধ্যে সাকিব সেরা মন্তব্য তাসকিনের

বাংলাদেশ জাতীয় দলের পেসার তাসকিন আহমেদ সম্প্রতি এক সাক্ষাৎকারে স্পষ্টভাবে বলেছেন, “বাংলাদেশ ক্রিকেটের ইতিহাসে সাকিব আল হাসানের চেয়ে বড় খেলোয়াড় আর নেই।” তার এই মন্তব্য মুহূর্তেই সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনার ঝড় তোলে।

তাসকিন বলেন, “সাকিব ভাই শুধুমাত্র আমাদের দেশের নয়, গোটা বিশ্ব ক্রিকেটে একজন অনন্য নাম। ব্যাটে-বলে এমন পারফরম্যান্স খুব কম অলরাউন্ডারেরই আছে। আমাদের ক্রিকেটকে যেভাবে তিনি প্রতিনিধিত্ব করেছেন, সেটি অনুপ্রেরণাদায়ক।”

সম্প্রতি এক আলোচিত ফেসবুক লাইভে জাতীয় দলের পেসার তাসকিন আহমেদের একটি মন্তব্য নিয়ে ক্রিকেট অঙ্গনে উত্তাপ ছড়িয়েছে। লাইভে তিনি বলেন, “বাংলাদেশের ইতিহাসে সাকিব ভাইয়ের চেয়ে বড় কোনো খেলোয়াড় নেই।”

উল্লেখ্য, কদিন আগেই এক সাক্ষাৎকারে তরুণ ক্রিকেটার হামজা চৌধুরী বলেন, “আমি চাই আমার অলরাউন্ড পারফরম্যান্স দিয়ে এমন জায়গায় যেতে, যেন মানুষ একসময় আমাকে সাকিব ভাইয়ের থেকেও বড় ভাবে।” তার এই বক্তব্য নিয়ে তখন থেকেই সোশ্যাল মিডিয়ায় মিশ্র প্রতিক্রিয়া চলছিল। কারও মতে, এটি আত্মবিশ্বাস, আবার কারও চোখে ‘অতিরিক্ত অহংকার’।

তাসকিনের বক্তব্যকে তাই নেটিজেনরা ‘খোঁচা’ হিসেবেই দেখছেন। বিশেষ করে যখন তিনি বলেন, “সাকিব ভাই শুধু আমাদের দেশের না, বিশ্ব ক্রিকেটের অন্যতম বড় নাম। তার মতো একজন অলরাউন্ডার আসা খুবই বিরল। তার জায়গা নিয়ে কথা বলার আগে অনেকটা পথ পাড়ি দিতে হয়।”

সাকিব আল হাসানকে ঘিরে বিতর্ক নতুন কিছু নয়, তবে তার অবদান নিয়ে প্রশ্ন তুলতে গেলে এখনও দেশের অধিকাংশ ক্রিকেটপ্রেমীরাই একমত— “সাকিব একজন কিংবদন্তি”।

তবে বিতর্কের মাঝেও অধিকাংশ ক্রিকেট বিশ্লেষকই একমত যে, পরিসংখ্যান ও পারফরম্যান্স বিবেচনায় সাকিব আল হাসান নিঃসন্দেহে দেশের ক্রিকেট ইতিহাসের অন্যতম সেরা খেলোয়াড়। যদিও ভিন্নমতের যারা তারা বলেছেন সাকিব আল হাসানের পারফর্মেন্স তার বিতর্ককে কখনও ছাপিয়ে যেতে পারে নাই।

সূত্রঃ স্যোশাল মিডিয়া

এম.কে
২৫ এপ্রিল ২০২৫

আরো পড়ুন

এবার ইংল্যান্ডের স্বপ্ন ভেঙে ইউরো চ্যাম্পিয়ন স্পেন

বিসিবি থেকে খালেদ মাহমুদ সুজনের বিদায়

৬ বছর পর টি-টোয়েন্টি সিরিজ জয় বাংলাদেশের