TV3 BANGLA
যুক্তরাজ্য (UK)শীর্ষ খবর

১ হাজার কর্মী নিয়োগ করবে ব্রিটেনের পিজা এক্সপ্রেস

যুক্তরাজ্যে লকডাউন বিধি নিষেধ তুলে নেওয়া হয়েছে এই মাস থেকে।  রেস্তোঁরাগুলোতে আবার দেখা যাচ্ছে মানুষের ভিড়। যুক্তরাজ্যের দ্বিতীয় বৃহত্তম রেস্তোঁরা অপারেটর  ‘পিজা এক্সপ্রেস’ একটি কঠিন বছর পরে দ্রুত পুনরুদ্ধারের দিকে নজর দিচ্ছে। এই কারণে তারা ১ হাজার কর্মী নিয়োগের কথা জানিয়েছে। গ্রাহকদের রেস্তোঁরায় স্বাগত জানানোর জন্য ১ হাজার কর্মী নেবে তারা।

 

পিজা এক্সপ্রেস জানিয়েছে, মে ও জুন মাসে করোনা বিধিনিষেধ আরো হ্রাস করা হলে তাদের আরো ব্যস্ত হতে হবে। তাই পরবর্তী পর্যায়ের প্রস্তুতির অংশ হিসাবে এই নিয়োগ দেওয়া হচ্ছে।

 

পিজা এক্সপ্রেসের ব্যবস্থাপনা পরিচালক জো বাউলি বলেন, জুনে করোনা  বিধিনিষেধগুলো আরো কমে গেলে গ্রাহকের সংখ্যা বাড়বে বলে আশা করছি। আমাদের গ্রাহকদের সেবা প্রদানের জন্য ১ হাজার নতুন কর্মী নিয়োগের সুযোগ দিতে পেরে আনন্দিত আমরা।

 

সংস্থাটি বলেছে, গত বছরের সমস্ত চ্যালেঞ্জ এবং অনিশ্চয়তার পরে আমরা আবার আমাদের গ্রাহকের সেবা দিতে পেরে খুবি আনন্দিত।

 

সূত্র: সারি কমেট
২২ এপ্রিল ২০২১
এসএফ

আরো পড়ুন

যুক্তরাজ্যে মোবাইল এপ্স জালিয়াতি করে হাজার হাজার পাউন্ড হাতিয়ে নিচ্ছে অপরাধী চক্র

কেমন ছিল প্রিন্স হ্যারি ও মেগান মার্কেলের প্রথম ডেটিং

লাইফটাইম ট্র্যাকার মর্গেজ

অনলাইন ডেস্ক