11.1 C
London
May 4, 2024
TV3 BANGLA
যুক্তরাজ্য (UK)শীর্ষ খবর

যুক্তরাজ্যের প্রতিরক্ষামন্ত্রী পদত্যাগ করতে যাচ্ছেন

যুক্তরাজ্যের প্রতিরক্ষামন্ত্রীর পদ থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন বেন ওয়ালেস। মন্ত্রিসভায় পরবর্তী রদবদলের সময় পদ থেকে সরে দাঁড়াবেন তিনি এমন খবর প্রকাশ করেছে ব্রিটিশ সংবাদমাধ্যম।
আগামী সাধারণ নির্বাচনেও তিনি প্রতিদ্বন্দ্বিতা করবেন না বলে দেশটির স্থানীয় সংবাদমধ্যম জানিয়েছেন। তবে সময় শেষ হওয়ার আগেই পদ ছেড়ে দিয়ে উপনির্বাচনের পটও প্রস্তুত করবেন না বলে জানিয়েছেন ওয়ালেস।
চার বছর ধরে যুক্তরাজ্যের প্রতিরক্ষামন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করছেন বেন ওয়ালেস। একাধারে তিন প্রধানমন্ত্রীর আমলে দায়িত্ব পালন করেছেন। রাশিয়া-ইউক্রেন যুদ্ধে যুক্তরাজ্য যে সাড়া দিয়েছে, তার মুখ্য ভূমিকায় ছিলেন বেন ওয়ালেস।
বিভিন্ন সূত্রের তথ্যানুযায়ী, সেপ্টেম্বরে যুক্তরাজ্যে মন্ত্রিপরিষদের পরবর্তী রদবদল হতে পারে। ওই সময় শীর্ষ পদগুলোকে ঢেলে সাজাতে চান ব্রিটিশ প্রধানমন্ত্রী ঋষি সুনাক। তবে কবে নাগাদ এ উদ্যোগ নেয়া হবে সে বিষয়ে সুনির্দিষ্ট কোনো তথ্য পাওয়া যায়নি।
এম.কে
১৮ জুলাই ২০২৩

আরো পড়ুন

শিথিল হচ্ছে যুক্তরাষ্ট্র ও ইউরোপের মধ্যকার ভ্রমণ নিষেধাজ্ঞা

৮টি অভ্যাস আপনার বার্ধক্যকে ত্বরান্বিত করবে

বর্ষবরণের ফ্রান্সে ৮৭৪ গাড়িতে আগুন

অনলাইন ডেস্ক