TV3 BANGLA
যুক্তরাজ্য (UK)

২০২৬ সালে যুক্তরাজ্যে আসছে প্রথম খাদ্য ড্রোন ডেলিভারি, অনুমোদনের অপেক্ষায়

যুক্তরাজ্যে ২০২৬ সালের মধ্যে প্রথমবারের মতো খাদ্য ড্রোন ডেলিভারি পরিষেবা চালুর পরিকল্পনা ঘোষণা করেছে আয়ারল্যান্ডের স্টার্টআপ প্রতিষ্ঠান মানা এয়ারো (Manna Aero)। এই পরিষেবার জন্য নিয়ন্ত্রক অনুমোদনের অপেক্ষা রয়েছে।

ম্যানা এয়ারো ইতিমধ্যেই আয়ারল্যান্ডের পশ্চিমাঞ্চলীয় ডাবলিন, ফিনল্যান্ডের এসপো এবং যুক্তরাষ্ট্রের টেক্সাসে ২ লাখেরও বেশি খাদ্য সরবরাহ ফ্লাইট সফলভাবে সম্পন্ন করেছে। প্রতিষ্ঠানটি বিশেষভাবে ডিজাইন করা ২৩ কেজি ওজনের কোয়াডকপ্টার ড্রোন ব্যবহার করে খাবার বিতরণ করে।

কোম্পানির প্রধান নির্বাহী ববি হিলি বলেন, “যুক্তরাজ্য আমাদের ইউরোপের সবচেয়ে গুরুত্বপূর্ণ বাজার হবে। এটি বর্তমানে সবচেয়ে বড় ডেলিভারি মার্কেট, এবং আমরা মনে করি আমাদের প্রযুক্তি যুক্তরাজ্যের হাই স্ট্রিট সংস্কৃতির সঙ্গে দারুণভাবে মানিয়ে যাবে।”

ম্যানা এয়ারো তাদের অভিজ্ঞতা ও প্রযুক্তির ভিত্তিতে যুক্তরাজ্যে ড্রোন ডেলিভারি সেবা চালু করার মাধ্যমে খাদ্য বিতরণ খাতে নতুন এক বিপ্লব আনতে চায়। প্রতিষ্ঠানটি আশা করছে, এই সেবা নাগরিকদের দ্রুত, নিরাপদ ও প্রযুক্তিনির্ভর ডেলিভারি অভিজ্ঞতা প্রদান করবে।

সূত্রঃ স্যোশাল মিডিয়া

এম.কে
১২ অক্টোবর ২০২৫

আরো পড়ুন

‘ওয়ান ইন, ওয়ান আউট’ চুক্তিতে প্রথম পরিবার যুক্তরাজ্যে প্রবেশ

কিয়ার স্টারমারের সাহায্য বাজেট কমানোর সিদ্ধান্তে আরো এক মন্ত্রীর পদত্যাগ

ছোট নৌকায় ফেরত আসা ইরানি আশ্রয়প্রার্থীকে দ্বিতীয়বার দেশে ফেরানোর উদ্যোগে তীব্র সমালোচনা