5.9 C
London
November 22, 2024
TV3 BANGLA
ইউরোপশীর্ষ খবর

২০ ঘণ্টা রোজা রাখতে হয় ফিনল্যান্ডের মুসলিমদের!

মুসলিমদের আত্মত্যাগের মাস রমজান। বিশ্বের বিভিন্ন প্রান্তের ধর্মপ্রাণ মুসলিমরা মাসজুড়ে রোজা পালন করেন। সুবহে সাদিক থেকে শুরু করে মাগরিব পর্যন্ত সকল পানাহার থেকে বিরত থাকেন। বিশ্বের বিভিন্ন প্রান্তে দিনের সময়ের কমবেশির কারণে রোজা পালনের সময়েও পার্থক্য থাকবে।

 

বিশ্বে এই বছর সবচেয়ে বেশিক্ষণ রোজা পালন করবেন গ্রিনল্যান্ড, আইসল্যান্ড ও ফিনল্যান্ডের মুসলিমরা। রোজা পালনের জন্য তারা পানাহার থাকে বিরত থাকবেন প্রায় ২০ ঘণ্টা। বাকি মাত্র চার ঘণ্টায় তারা খাওয়া-দাওয়া করতে পারবেন।

 

অপর দিকে বিশ্বে সবচেয়ে কম সময় রোজা পালন করবেন নিউজিল্যান্ডের মুসলিমরা। তাদের রোজা পালন করতে হবে ১১ ঘন্টা ২০ মিনিট মতো।

 

বিশ্বের কোন প্রান্তের মানুষের কতক্ষণ রোজা পালণ করতে হবে তা নিয়ে প্রতিবেদন প্রকাশ করেছে আল জাজিরা।

 

সবচেয়ে বেশিক্ষণ রোজা রাখতে হবে যেসব দেশে-

 

  • গ্রিনল্যান্ড ১৯ ঘণ্টা ৫৭ মিনিট
  • আইসল্যান্ড ১৯ ঘণ্টা ৫৬ মিনিট
  • ফিনল্যান্ড ১৯ ঘণ্ট ৯ মিনিট
  • সুইডেন ১৮ ঘণ্টা ৫৮ মিনিট
  • স্কটল্যান্ড ১৮ ঘণ্টা ৩৬ মিনিট

 

পোলান্ড, যুক্তরাজ্য, ফ্রান্স, কাজাখাস্তান, বেলজিয়াম ও সুইজারল্যান্ডে ১৬-১৭ ঘণ্টা, রোমানিয়া, কানাডা, বুলগেরিয়া, ইতালি, স্পেন, পর্তুগাল, গ্রিস, চীন, যুক্তরাষ্ট্র, উত্তর কোরিয়া ও তুরস্কে ১৫-১৬ ঘণ্টা, বাংলাদেশ, মরোক্কো, জাপান, পাকিস্তান, ইরান, ইরাক, লেবানন, সিরিয়া, মিশর, কুয়েত, ফিলিস্তিন, ভারত, হংকং, ওমান, আফগানিস্তান, সৌদি আরব, কাতার ও আরব আমিরাতে ১৪-১৫ ঘণ্টা রোজা পালন করতে হবে।

 

এছাড়া ইয়েমেন, ইথিওপিয়া, সেনেগাল, নাইজেরিয়া, শ্রীলংকা, থাইল্যান্ড, সুদান, মালয়েশিয়া, সিঙ্গাপুর ও কেনিয়ায় ১৩-১৪ ঘণ্টা এবং অ্যাঙ্গোলা, ইন্দোনেশিয়া, ব্রাজিল ও জিম্বাবুয়েতে ১২-১৩ ঘণ্টা রোজা পালন করতে হবে।

 

 

বিশ্বের সবচেয়ে কম সময় রোজা থাকতে হবে যেসব দেশে-

 

  • নিউজিল্যান্ডে ১১ ঘণ্টা ২০ মিনিট
  • চিলি ১১ ঘণ্টা ৩০ মিনিট
  • অস্ট্রেলিয়া ১১ ঘণ্টা ৪৭ মিনিট
  • উরুগুয়ে ১১ ঘণ্টা ৪৮ মিনিট
  • দক্ষিণ আফ্রিকা ১১ ঘণ্টা ৫২ মিনিট

 

এছাড়া আর্জেন্টিনা ও প্যারাগুয়েতে রোজা পালন করতে হবে ১১-১২ ঘণ্টা।

 

 

 

 

 

২৬ এপ্রিল ২০২১

এসএফ/এনএইচ

আরো পড়ুন

চলমান লকডাউন বাড়ানোর সুপারিশ

অনলাইন ডেস্ক

মেধাবীদের জন্য ব্রিটেনের ইমিগ্রেশনে ‘ফাস্ট-ট্র্যাক’ পদ্ধতি

এমপি অ্যামেস হত্যায় অভিযুক্ত যুবক আটক