14 C
London
December 18, 2024
TV3 BANGLA
যুক্তরাজ্য (UK)শীর্ষ খবর

৩০ জুনের পর ইইউ রেসিডেন্স ডকুমেন্ট আর বৈধ থাকবে না

যুক্তরাজ্য ইউরোপীয় ইউনিয়ন ত্যাগ করে ২০২০ সালের জানুয়ারি মাসে এবং ব্রেক্সিট পরবর্তী উত্তীর্ণের মেয়াদ শেষ হয়ে যায় ২০২০ সালের ৩১ ডিসেম্বর। তবে ইউরোপীয় ইউনিয়ন ফ্রি মুভমেন্ট আইনের আওতায় কয়েকটি দিক ২০২১ সালে শেষ হওয়ার কথা ছিলো। কিন্তু সে সময়ও শেষ হওয়ার পথে।

 

যুক্তরাজ্যের বাসস্থান কার্ড, স্থায়ী বাসস্থান কার্ড এবং ডেরিভেটিভ বাসস্থান কার্ডের মতো পুরানো ইইউ বসবাসের নথি ৩০ জুনের পর থেকে অবৈধ হিসেবে গণ্য হবে।

 

যে ইইউ নাগরিক এবং তাদের পরিবারের সদস্য যুক্তরাজ্যে থাকতে চান এবং সেটেলমেন্ট স্কিম বা ব্রিটিশ নাগরিকত্বের জন্য এখনো আবেদন করেননি, তাদের জন্য এটিই শেষ সুযোগ। এখনই আবেদন না করলে তাদের সমস্যার মুখোমুখি হতে হবে।

 

যেহেতু ইইউ আবাসনের দলিলগুলো ইইউ বিধিনিষেধ অনুসারে জারি করা, তাই এগুলো আর ৩০ জুনের পরে কার্যকর হবে না। কেও যদি যুক্তরাজ্যে থাকতে চান তাহলে এই সময়ের আগেই ইইউ বন্দোবস্ত প্রকল্পে আবেদন করতে হবে। এর পরে তাদের যুক্তরাজ্যে বসবাস মূলত অবৈধ হিসেবে গণ্য হবে।

 

সূত্র: ফ্রি মুভমেন্ট
১ এপ্রিল ২০২১
এসএফ

আরো পড়ুন

ইটালির আশ্রয়কেন্দ্রে বিস্ফোরণে আহত ৩১

লন্ডনের হেইনল্টে সন্ত্রাসী হামলায় একজন অপ্রাপ্তবয়স্ক বালক নিহত

বাংলাদেশি বংশোদ্ভূত রবিন দাস এসেক্সের সাথে চুক্তির মেয়াদ বাড়ালেন