12.4 C
London
May 13, 2025
TV3 BANGLA
ফিচারশীর্ষ খবর

কোভিড-১৯ সনাক্তে ৯৪ শতাংশ নির্ভুল জার্মান শেফার্ড কুকুর

ঘ্রাণের মাধ্যমে করোনা আক্রান্তদের সনাক্ত করতে জার্মান শেফার্ড জাতের কুকুরকে প্রশিক্ষণ দিয়েছে জার্মানির একটি প্রাণিচিকিৎসাকেন্দ্র। কুকুরগুলো ৯৪ শতাংশ নির্ভুলভাবে কোভিড- ১৯ সনাক্ত করতে সক্ষম হয়েছে।

 

জার্মানির সশস্ত্র বাহিনীর সার্ভিস কুকুরের প্রশিক্ষক শ্যাচালেক বলেন, কুকুরগুলো সংক্রামিত ব্যক্তিদের কোষ থেকে আসা “করোনা ভাইরাসের গন্ধ” নিয়ে তাদের সনাক্ত করতে শিখেছে।

 

জার্মানির লোয়ার স্যাক্সনি রাজ্যের প্রধান স্টিফান ওয়েইল বলেছেন, তিনি এই গবেষণায় মুগ্ধ হয়েছেন। দৈনন্দিন জীবনে এই জার্মান শেফার্ড কুকুর ব্যবহার করে করোনা ভাইরাস সনাক্ত করার ব্যাপারে আশাবাদী তিনি। যেমন, বাস-ট্রেন স্টেশন, কনসার্ট, মিলনায়তন এসব স্থানে কুকুরের সাহায্যে ভাইরাস সনাক্ত করা যাবে।

 

তিনি আরো বলেন, আমাদের এখন নির্বাচিত ইভেন্টগুলোতে এই কুকুরগুলো দিয়ে করোনা পরীক্ষা করা দরকার।

 

ইতোমধ্যে ফিনল্যান্ডের হেলসিঙ্কি-ভ্যান্টা বিমানবন্দর এবং চিলির সান্টিয়াগো আন্তর্জাতিক বিমানবন্দরে সাধারণ করোনা পরীক্ষার পাশাপাশি জার্মান শেফার্ড কুকুর ব্যবহার করা হয়েছে। যাত্রীদের মধ্যে কারো দেহে করোনা ভাইরাস আছে কিনা তা ঘ্রাণের সাহায্য সনাক্ত করতে পেরেছে এই কুকুরগুলো।

 

সূত্র: উইফোরাম
১২ ফেব্রুয়ারি ২০২১
এসএফ

আরো পড়ুন

সদস্যপদ না দিলেও ইউক্রেনের সঙ্গে আরও ঘনিষ্ঠভাবে কাজ করবে ইইউ

দুবাই টুরিস্ট ভিসা নিয়ে ভিক্ষাবৃত্তি

অবৈধ ২৫০০ বাংলাদেশিকে ফেরত পাঠাচ্ছে আরব আমিরাত