6.8 C
London
April 29, 2024
TV3 BANGLA
যুক্তরাজ্য (UK)শীর্ষ খবর

DVLA -কর্তৃক সতর্কতা জারি, হতে পারি গাড়ি জব্দ কিংবা ১০০০ পাউন্ড জরিমানা

বৈধ পারমিট ছাড়া গাড়ি চালালে গাড়ি জব্দ করা হতে পারে বলে DVLA কর্তৃপক্ষ সতর্কতা জারি করেছে;
২০১৪ সালের আগে যারা ড্রাইভিং পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে তাদের জন্য এই বিশেষ সতর্কবার্তা।
ফটোকার্ড ড্রাইভিং লাইসেন্স প্রথম ১৯৯৮ সালে প্রবর্তিত হয়েছিল। সেই লাইসেন্সগুলি ইস্যু করার পরে শুধুমাত্র এক দশকের জন্য বৈধ করা হয় কারণ দশ বছর পরে প্রত্যেকের চেহারার পরিবর্তন ঘটে। তাই নতুন চেহারার জন্য আপডেট ছবির প্রয়োজন হয়।
অনেকেই মেয়াদ উত্তীর্ণ পারমিট দিয়েও গাড়ি চালিয়ে যান তাদের ১০০০ পাউন্ড পর্যন্ত জরিমানা এমনকি তাদের গাড়ি জব্দ করা হতে পারে।
১৯৯৮ সালের আগে দেওয়া কাগজের লাইসেন্সগুলি চালকের ৭০ বছর না হওয়া পর্যন্ত বৈধ থাকে। যদিও এই সিস্টেমটি জুন ২০১৫ তে বিলুপ্ত করা হয়।
২০৩৩ সালের মধ্যে সমস্ত ড্রাইভিং লাইসেন্স ফটোকার্ড ফর্ম্যাটে পরিবর্তন করা হবে বলে জানিয়েছে DVLA।
DVLA-এ একটি সাম্প্রতিক টুইটে লিখেছে, “আপনাকে অবশ্যই প্রতি ১০ বছরে আপনার ড্রাইভিং লাইসেন্স নবায়ন করতে হবে।”
যারা ড্রাইভিং লাইসেন্স নবায়ন করতে চান তারা ডাকযোগে বা পোস্ট অফিসের মাধ্যমে যুক্তরাজ্য সরকারের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে তা করতে পারেন। এরজন্য একটি বৈধ ইউকে পাসপোর্ট থাকতে হবে,গ্রেট ব্রিটেনে বসবাস করতে হবে,বর্তমান লাইসেন্সের ডিটেইলস লাগবে। তাছাড়া আপনার ন্যাশনাল ইন্সুইরেন্স নাম্বার এবং শেষ তিনটি ঠিকানার বিবরণ উল্লেখ করতে হবে।
ডেবিট বা ক্রেডিট কার্ডের মাধ্যমে অনলাইনে ১৪ পাউন্ড ও ডাকযোগে জমা দিলে ১৭ পাউন্ড জমা দিতে হবে।
এম.কে
২১ ফেব্রুয়ারি ২০২৩

আরো পড়ুন

শামীমা বেগমের সাক্ষাৎকার নিয়ে সোশাল মিডিয়ায় তীব্র সমালোচনা

ভিসার মেয়াদ বাড়ালে আন্তর্জাতিক শিক্ষার্থীরা যুক্তরাজ্যে পড়তে আগ্রহী হবে

লাউডস্পিকারে আজানের অনুমতি দিচ্ছে জার্মানি

অনলাইন ডেস্ক