যুক্তরাজ্যে বৈধভাবে থাকা অভিবাসীদের স্থায়ী বসবাসের যোগ্যতা অর্জনে অপেক্ষার সময় উল্লেখযোগ্যভাবে বাড়ানোর প্রস্তাব দিয়েছে দেশটির সরকার। নতুন পরিকল্পনা অনুযায়ী, অধিকাংশ অভিবাসীর জন্য ইনডেফিনিট লিভ টু রিমেইন (ILR) পাওয়ার সময়সীমা পাঁচ বছর থেকে বাড়িয়ে ১০ বছর করা হবে। কিছু ক্ষেত্রে এই সময় আরও বাড়তে বাড়তে ২০ বছর পর্যন্ত হতে পারে।
হোম সেক্রেটারি শাবানা মাহমুদ সংসদে ঘোষণা দেন, ২০২১ সালের পর যুক্তরাজ্যে আগত আনুমানিক ১৬ লাখ বৈধ অভিবাসীর ওপরই নতুন নিয়ম প্রযোজ্য হবে। যারা ইতোমধ্যেই সেটেলমেন্ট পেয়েছেন, তারা এর বাইরে থাকবেন। মাহমুদ বলেন, “যুক্তরাজ্যের অংশ হয়ে ওঠা কোনো অধিকার নয়, এটি একটি সুযোগ—যা অর্জন করতে হয়।”
বর্তমানে কর্মভিসা ও পরিবারভিত্তিক ভিসাধারীরা পাঁচ বছরে স্থায়ী হওয়ার যোগ্যতা পান। প্রস্তাবিত সংস্কারে এই সময়সীমা দ্বিগুণ হয়ে দশ বছর হবে। সরকার জানায়, সামাজিক সংহতি, অর্থনৈতিক অবদান ও ‘সুনাগরিকত্ব’ নিশ্চিত করতে এই নীতি প্রয়োজন।
নতুন নিয়মে যেসব অভিবাসী ১২ মাসের কম সময়ের জন্য বেনিফিট নিয়েছেন, তাদের ১৫ বছর অপেক্ষা করতে হবে। ব্রেক্সিট-পরবর্তী স্বাস্থ্য ও সামাজিক সেবা ভিসায় আগতদেরও আগের পাঁচ বছরের বদলে ১৫ বছর সময় লাগবে। আর যেসব অভিবাসী একেবারেই বেনিফিট-নির্ভরশীল, তাদের অপেক্ষা বাড়বে ২০ বছরে, যা ইউরোপে সবচেয়ে দীর্ঘ।
হোম অফিসের তথ্য অনুসারে, ২০২১ থেকে ২০২৪ সাল পর্যন্ত নিট অভিবাসনের মাধ্যমে যুক্তরাজ্যের জনসংখ্যায় ২৬ লাখ মানুষ যোগ হয়েছে। ফলে ২০২৬ থেকে ২০৩০ সালের মধ্যে প্রায় ১৬ লাখ মানুষ স্থায়ী হওয়ার জন্য যোগ্য হয়ে উঠতে পারে—যা সরকারকে নতুন কাঠামো ভাবতে বাধ্য করেছে।
সরকার ‘আর্নড সেটেলমেন্ট’ নামের একটি মানদণ্ডভিত্তিক ব্যবস্থা চালুর পরিকল্পনাও করেছে। এতে আবেদনকারীর এ-লেভেল সমমানের ইংরেজি দক্ষতা, অপরাধমুক্ত রেকর্ড এবং টানা তিন বছর £12,570-এর বেশি বার্ষিক আয় নিশ্চিত করতে হবে। তবে যাদের ‘অসাধারণ অবদান’ রয়েছে, তাদের জন্য দ্রুত পথ রাখা হবে।
এনএইচএসে কর্মরত চিকিৎসক ও নার্সরা আগের মতোই পাঁচ বছরে স্থায়ী হতে পারবেন। উচ্চ আয়ের ব্যক্তিরা এবং আন্তর্জাতিক স্তরের উদ্যোক্তারা মাত্র তিন বছরে সেটেলমেন্ট পাওয়ার দ্রুত পথ পাবেন।
পরিবারভিত্তিক সেটেলমেন্টেও পরিবর্তন আনা হচ্ছে। মূল আবেদনকারী যোগ্য হলেও তার পরিবারের সদস্যরা স্বয়ংক্রিয়ভাবে সেই সুযোগ পাবেন না। ১৮ বছরের নিচে আগত সন্তানরা বাবা-মায়ের সঙ্গে যোগ দিতে পারলেও বড় নির্ভরশীলদের জন্য আলাদা শর্ত প্রযোজ্য হবে।
বিদ্যমান দ্রুত রুট—গার্হস্থ্য সহিংসতার শিকার, স্বামী/স্ত্রী হারানো আবেদনকারী এবং পুনর্বাসিত শরণার্থীদের ক্ষেত্রে—অপরিবর্তিত থাকবে। সরকার ২০২৬ সালের বসন্ত থেকে নতুন নিয়ম কার্যকর করতে চায়। চলমান পরামর্শ গ্রহণ প্রক্রিয়া ১২ ফেব্রুয়ারি পর্যন্ত চলবে।
এ ছাড়া, এর আগের দিন সরকার যুক্তরাজ্যের আশ্রয় ব্যবস্থায় বড় ধরনের সংস্কার প্রস্তাব করেছে, যার মধ্যে স্থায়ী শরণার্থী মর্যাদা বাতিল করে ৩০ মাস পরপর পর্যালোচনাযোগ্য অস্থায়ী মর্যাদা চালুর পরিকল্পনা রয়েছে।
সূত্রঃ বিবিসি
এম.কে

