আগের থেকে অ্যালার্জি আছে এমন দুইজন ব্যক্তি করোনা ভাইরাসের টিকা নেওয়ার পর অসুস্থ হয়ে পরেন। তাই অ্যালার্জি যুক্ত লোকদের ভ্যাকসিন নেওয়ার বিষয়ে বিশেষ সতর্কতা জারি করেছে যুক্তরাজ্যের ওষুধ নিয়ন্ত্রক সংস্থা এমএইচআরএ।
যুক্তরাজ্যের প্রায় ৭০টি হাসপাতালে মঙ্গলবার (৮ ডিসেম্বর) থেকে করোনার ভ্যাকসিন দেয়া শুরু হয়েছে।
ব্রিটিশ গণমাধ্যমে নলা হয়, ভ্যাকসিন গ্রহণকারীদের মধ্যে দু’জনের আগে থেকেই অ্যালার্জি ছিল। মঙ্গলবার টিকা নেওয়ার পর তাদের শরীরে তীব্র প্রতিক্রিয়া দেখা যায়।
জাতীয় স্বাস্থ্য পরিষেবার মেডিক্যাল ডিরেক্টর স্টিফেন পোইস জানান, অ্যালার্জিপ্রবণ দুই ব্যক্তির শারীরিক অবস্থা আপাতত স্থিতিশীল। দ্রুত সুস্থ হয়ে উঠছেন তারা। তাদের সুস্থতার হার স্বস্তিজনক হলেও আপাতত সতর্কতামূলক পদক্ষেপ হিসেবে অ্যালার্জির ইতিহাস আছে এমন মানুষদের এই ভ্যাকসিন দেওয়া হবে না।
এদিকে যুক্তরাজ্যের পর ফাইজার ও বায়োএনটেকেরকে জরুরি ভিত্তিতে ব্যবহারের অনুমতি দিলো কানাডাও। শীঘ্রই সেখানেও এই ভ্যাকসিনের ব্যবহার শুরু হবে।
৯ ডিসেম্বর ২০২০
এসএফ