4.3 C
London
January 22, 2025
TV3 BANGLA
ইউরোপশীর্ষ খবর

অ্যাসাইলামপ্রার্থীদের অধিকার রক্ষায় ইইউ-এর নতুন দপ্তর

ইউরোপের দেশগুলোতে আসা আশ্রয়প্রার্থীদের আশ্রয়ের অধিকারের সুরক্ষা নিশ্চিত করতে একটি নতুন দপ্তর চালু করেছে ইউরোপিয়ান ইউনিয়ন (ইইউ)৷ ইউরোপিয়ান ইউনিয়ন অ্যাজেন্সি ফর অ্যাসাইলাম (ইইউএএ) নামে নতুন এ দপ্তরটি ইউনিয়নভুক্ত দেশগুলোর জন্য আশ্রয়প্রদান বিষয়ে একটি সমন্বিত ব্যবস্থা চালু করতে কাজ করবে বলে জানিয়েছে ইনফো মাইগ্রেন্টস৷

 

ইনফো মাইগ্রেন্টসের খবরে বলা হয়, বুধবার (১৯ জানুয়ারি) থেকে কাজ শুরু করেছে নতুন এ দপ্তরটি৷ এর আগে ইউরোপিয়ান অ্যাসাইলাম সাপোর্ট অফিস (ইএএসও) নামে একটি দপ্তর আশ্রয়ের অধিকারের বিষয়টি দেখভাল করত৷ ২০১১ সালে চালু হওয়া এ দপ্তরের কার্যক্রম অনেক সীমিত ছিল বলে জানা গেছে৷

নতুন চালু হওয়া ইইউএএ-এর নির্বাহী পরিচালক নিনি গ্রেগরি বলেন, দপ্তরটি এখন থেকে জোটের দেশগুলোকে আশ্রয়প্রদান বিষয়ে অধিকতর সহায়তা প্রদান করতে পারবে৷

এদিকে জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থা ইউএনএইচসিআর-এর অ্যাসিস্ট্যান্ট হাই কমিশনার গ্রিলান ট্রিগু নতুন দপ্তর গঠনের এ উদ্যোগকে স্বাগত জানান৷

 

জানা গেছে, ১৭২ মিলিয়ন ইউরো বাজেটের নতুন এ দপ্তরে বর্তমানে নিয়োজিত পাঁচশ কর্মকর্তার পাশাপাশি জোটভুক্ত বিভিন্ন দেশের আরো পাঁচশ কর্মকর্তাকে ‘রির্জাভ পুলে’ রাখা হবে৷

 

২৩ জানুয়ারি ২০২২
এনএইচ

আরো পড়ুন

লন্ডনে বাড়ছে গৃহহীন লোকেদের সংখ্যা, লন্ডন মেয়র ও কনজারভেটিভ সরকার প্রশ্নবিদ্ধ

যুক্তরাজ্য ও অস্ট্রেলিয়ার নতুন বাণিজ্য চুক্তি

অনলাইন ডেস্ক

দেশের ডলার সংকট নিরসনে যা নির্দেশ দিলো বাংলাদেশ ব্যাংক