4.3 C
London
January 22, 2025
TV3 BANGLA
যুক্তরাজ্য (UK)শীর্ষ খবর

আইসিইউতে থাকা ৯০% রোগীই ‘আনবুস্টেড’: বরিস জনসন

প্রধানমন্ত্রী বরিস জনসন বলেছেন, আইসিইউ-তে চিকিৎসাধীন কোভিড আক্রান্ত ৯০ শতাংশ রোগীই ‘আনবুস্টেড’। অর্থাৎ, এখনো করোনারোধী ভ্যাকসিন গ্রহণে অসহযোগিতাই রোগটির মারাত্মক আকার ধারণের মূল কারণ হিসাবে চিহ্নিত করেছেন তিনি।

 

বুধবার (২৯ ডিসেম্বর) মিল্টন কেইনসের একটি টিকা কেন্দ্র পরিদর্শনের সময় জনগণকে তৃতীয় জ্যাব নেয়ার আহ্বান জানিয়ে এ মন্তব্য করেন প্রধানমন্ত্রী ।

 

এসময় প্রধানমন্ত্রী বলেন, কোভিড পরীক্ষার মতো অতিরিক্ত সতর্কতা অবলম্বন করে সবার উচিৎ তাদের নতুন বছরের উদযাপন উপভোগ করা।

 

তিনি বলেন, ‘আমি দুঃখিত, কিন্তু বর্তমানে আমাদের হাসপাতালের নিবিড় পরিচর্যার মধ্যে থাকা সিংহভাগ লোকই এমন লোক যাদের চিকিৎসার পরেও উন্নতি হয়নি।’

 

তিনি আরো বলেন: ‘আপনি যদি টিকা না পান, তাহলে আপনার হাসপাতালে ভর্তি হওয়ার সম্ভাবনা আট গুণ বেশি। তাই এটা খুব গুরুত্বপূর্ণ। নিজের জন্য সাবধান হন এবং অন্যের জন্য সংবেদনশীলতা এবং সতর্কতার সাথে নতুন বছর উপভোগ করুন।”

 

২৯ ডিসেম্বর ২০২১
এনএইচ

আরো পড়ুন

এবার বিচারকের আসনে বসবেন সৌদি নারীরা

একদিনে সিলেটে ১৬ মৃত্যু, শনাক্ত ৭৫৮

চীনের উপর থেকে মুখ ফিরিয়ে নিচ্ছে প্রযুক্তি কোম্পানিগুলো

অনলাইন ডেস্ক