TV3 BANGLA
যুক্তরাজ্য (UK)শীর্ষ খবর

আগামী মাস থেকে ব্রিটিশ পাসপোর্টের ফি বাড়ছে

আগামী মাস থেকে সকল ধরনের নতুন পাসপোর্টের আবেদন এবং নবায়ন ফি বাড়বে। সরকার জানিয়েছে, ২ ফেব্রুয়ারি থেকে সব ধরনের আবেদনকারীকে অতিরিক্ত অর্থ প্রদান করতে হবে।

যুক্তরাজ্য থেকে করা সাধারণ আবেদন ফি ৭৫.৫০ পাউন্ড থেকে বাড়িয়ে ৮২.৫০ পাউন্ড করা হচ্ছে। শিশুদের ৪৯ পাউন্ডের স্থলে দিতে হবে ৫৩.৫০ পাউন্ড।

পোস্টাল আবেদনের ক্ষেত্রে ফি প্রাপ্তবয়স্কদের ক্ষেত্রে ৮৫ পাউন্ডের স্থলে হবে ৯৩ পাউন্ড। শিশুদের জন্য ৫৮.৫০ পাউন্ডের জায়গায় দিতে হবে ৬৪ পাউন্ড।

 

সূত্র: ইভিনিং স্ট্যান্ডার্ড

আরো পড়ুন

কোনো মানুষই অবৈধ নয়- ২৭ জানুয়ারি ২০২১

অনলাইন ডেস্ক

পেশাদার ফুটবলে পদার্পণ বেকহ্যামের ছেলে রোমিও’র

অনলাইন ডেস্ক

বিলেতে বাড়ি কেনাবেচাঃ ল্যান্ডলর্ড ট্যাক্স

নিউজ ডেস্ক