10.9 C
London
February 23, 2025
TV3 BANGLA
আমেরিকাশীর্ষ খবর

আবারো মেলিন্ডাকে বিয়ে করতে চান বিল গেটস!

বিল গেটস বলেছেন, প্রাক্তন স্ত্রী মেলিন্ডা ফ্রেঞ্চ গেটসের সাথে তার বিবাহিত জীবন ‘দুর্দান্ত’ ছিল এবং তিনি তাকে ‘পুনরায়’ বিয়ের সিদ্ধান্ত নিলে মেলিন্ডাকেই স্ত্রী হিসাবে চাইবেন।

 

দ্য সানডে টাইমসের সাথে একটি নতুন সাক্ষাত্কারে, গেটস মেলিন্ডার সাথে তার বর্তমান কাজের সম্পর্ক এবং তাদের বিবাহের সমাপ্তি সম্পর্কে তিনি কেমন অনুভব করেন সে সম্পর্কে খুলে বলেন।

 

এই জুটি প্রায় ৩০ বছরের বিয়ের পর ২০২১ সালের মে মাসে তাদের বিবাহবিচ্ছেদের সিদ্ধান্ত ঘোষণা করে। ২০২১ এর আগস্টে বিচ্ছেদ চূড়ান্ত হয়, কিন্তু তারা তাদের ফাউন্ডেশন, বিল এবং মেলিন্ডা গেটস ফাউন্ডেশন একসাথে চালিয়ে যাচ্ছেন।

 

বিবাহবিচ্ছেদের ঘোষণার পর, গেটস ২০০০ সালে মাইক্রোসফ্ট কর্মচারী একজন নারীর সাথে সম্পর্ক থাকার কথা স্বীকার করেছিলেন। এই বিলিয়নেয়ারের একজন মুখপাত্র স্বীকার করেছেন যে সম্পর্কটি ঘটেছিলো এবং এটি ‘সৌহার্দ্যপূর্ণভাবে শেষ হয়েছে’।

 

২০২১ এর ডিসেম্বরে তার গেটসনোটস ব্লগে প্রকাশিত একটি ব্লগ পোস্টে বছরটিকে তার জন্য একটি ‘মহা ব্যক্তিগত দুঃখের’ বছর বলে অভিহিত করেন তিনি।

 

২ মে ২০২২
এনএইচ

আরো পড়ুন

৯২ বছর বয়সে পঞ্চম বিয়ের পিঁড়িতে বসছেন রুপার্ট মারডক

কনজারভেটিভ সরকারের সমালোচনায় সাবেক চ্যান্সেলর

ব্রিটিশ এমপিদের সমর্থন চাইলো বিজিএমই

অনলাইন ডেস্ক