4 C
London
January 22, 2025
TV3 BANGLA
বাংলাদেশশীর্ষ খবর

আমিরাতে ভিসা পরিবর্তন জটিলতায় বাংলাদেশি প্রবাসীরা

নতুন শ্রমিক ভিসা বন্ধ ও অভ্যন্তরীণ ভিসা পরিবর্তনের সুযোগ না থাকায় বিপাকে পড়েছেন সংযুক্ত আরব আমিরাতে কর্মরত বাংলাদেশি প্রবাসীরা। বিভিন্ন প্রতিষ্ঠানে ভাল চাকরির সুযোগ থাকলেও ভিসা পরিবর্তন করে সেসব প্রতিষ্ঠানে যেতে পারছেন না তারা। ভিসা পরিবর্তনের জটিলতা নিরসন না হলে ফেরত আসতে হতে পারে চাকরি হারানো বাংলাদেশি শ্রমিকদের।

প্রবাসী ব্যবসায়ী ও শ্রমিকদের সাথে কথা বলে জানা যায়, আরব আমিরাতে প্রবাসী বাংলাদেশিদের অভ্যন্তরীণ মালিক পরিবর্তনের সুযোগ না থাকায় চাহিদা থাকলেও বহু প্রতিষ্ঠান দেশীয় শ্রমিক নিতে পারছেন না।

অন্যদিকে সংশ্লিষ্ট কাজের দক্ষতা ও অভিজ্ঞতা থাকলেও প্রতিষ্ঠান পরিবর্তন করতে পারছেন না বাংলাদেশি শ্রমিকরা। ভিসা জটিলতায় এমন সমস্যার সম্মুখীন বহু বাংলাদেশি প্রবাসী।

দেশটির বিভিন্ন প্রদেশে যেমন বাংলাদেশিদের ব্যবসা প্রতিষ্ঠান বাড়ছে তেমনি নির্মাণ প্রতিষ্ঠানগুলোও স্বগৌরবে কাজ করে যাচ্ছে। যেখানে প্রতিনিয়ত দেশীয় শ্রমিকের চাহিদা থাকে।

এছাড়া বাসাবাড়ি থেকে শুরু করে বিভিন্ন টেকনিশিয়ান, গার্মেন্টস, মোবাইল ব্যবসা ও গাড়ির মেকানিকসহ বেশকিছু বড় ও ক্ষুদ্র ব্যবসায় আধিপত্য বিস্তার করছেন প্রবাসী বাংলাদেশিরা। সেখানেও দেশীয় শ্রমিকের চাহিদার কথা বলছেন প্রতিষ্ঠান মালিকরা। তবে ভিসা পরিবর্তন না হবার কারণে কর্মী নিতে পারছেন না তারা।

আমিরাতের রাষ্ট্রদূত আবু জাফর বলেন, বাংলাদেশিদের ভিসা খোলা রয়েছে।

তবে কিছু কিছু ক্ষেত্রে বাধ্যবাধকতা রয়েছে। আবার নতুন করে ভিসা খুলে দিলে বিভিন্ন অসাধু চক্র তার অপব্যবহার করায় পুনরায় ভুক্তভোগী হন সাধারণ প্রবাসীরা।

এদিকে, দেশের রেমিট্যান্স সংকটকালে অন্তত সংযুক্ত আরব আমিরাত প্রবাসীদের অভ্যন্তরীণ মালিক পরিবর্তনের ব্যাপারে কূটনৈতিক পর্যায় থেকে সমাধানের পথ বের করার দাবি দেশটিতে থাকা লাখো প্রবাসী বাংলাদেশির।

এম.কে
১৪ অক্টোবর ২০২৩

আরো পড়ুন

যুক্তরাজ্যে হোম অফিসের নতুন হাব

বিলেতে বাড়ি বেচাকেনা: প্রোপার্টি সার্ভে

নিউজ ডেস্ক

রুয়ান্ডানীতি নিয়ে কোন পথে এগুচ্ছে যুক্তরাজ্য সরকার