0.2 C
London
January 1, 2026
TV3 BANGLA
যুক্তরাজ্য (UK)

আয়ারল্যান্ডের দ্বীপে স্থায়ী হতে পুরনো বাড়ি সংস্কারে মিলবে ৮৪ হাজার ইউরো

আয়ারল্যান্ডের দূরবর্তী দ্বীপগুলোতে নতুন জীবন শুরু করতে আগ্রহীদের জন্য বিশেষ অনুদান কর্মসূচি ঘোষণা করেছে দেশটি। পুরনো, খালি বা জরাজীর্ণ বাড়ি সংস্কারের জন্য সর্বোচ্চ ৮৪ হাজার ইউরো (প্রায় ৯০ হাজার ডলার) পর্যন্ত অনুদান দেওয়া হবে। এর লক্ষ্য হলো জনশূন্য দ্বীপগুলোতে নতুন প্রাণ ফিরিয়ে আনা।

এ কর্মসূচির আওতায় যে কেউ যোগ্য সম্পত্তি কিনে বা মালিক হয়ে সেটিকে সংস্কার করে নিজের স্থায়ী আবাস গড়ে তুলতে পারবেন। তবে অনুদান পেতে হলে বাড়িটি অবশ্যই দ্বীপে অবস্থিত হতে হবে এবং সংস্কারের পর সেখানে প্রকৃতপক্ষে বসবাস করতে হবে।

কর্মসূচির মূল উদ্দেশ্য হলো, জনসংখ্যা হ্রাসের কারণে নিস্তব্ধ হয়ে পড়া দ্বীপগুলোর সামাজিক ও অর্থনৈতিক জীবনকে পুনরুজ্জীবিত করা। প্রণোদনার মাধ্যমে পুরনো বাড়িগুলোতে নতুন পরিবার আসবে এবং স্থানীয় অর্থনীতি সক্রিয় হবে বলে আশা করা হচ্ছে।

তবে এ ধরনের দ্বীপে বসবাসের সঙ্গে কিছু চ্যালেঞ্জও রয়েছে। সীমিত স্বাস্থ্যসেবা ও বাজার সুবিধা, পরিবহন সমস্যা এবং নির্মাণ ব্যয় তুলনামূলকভাবে বেশি হওয়ায় আগ্রহীদের এসব বিষয় বিবেচনায় নিতে হবে।

যদিও শর্ত কঠিন, তবুও প্রকৃত প্রকৃতিপ্রেমী ও ধীর-গতির শান্ত জীবনযাপনে আগ্রহীদের কাছে এটি হতে পারে এক স্বপ্নময় সুযোগ। সমুদ্রের মনোমুগ্ধকর দৃশ্য, নির্মল বাতাস আর অনন্য পরিবেশে নতুন অধ্যায় শুরু করার দ্বার খুলে দিচ্ছে আয়ারল্যান্ডের এই উদ্যোগ।

সূত্রঃ টপ টেনশ(স্যোশাল মিডিয়া)

এম.কে
০৩ অক্টোবর ২০২৫

আরো পড়ুন

এক হাজার ইউক্রেনীয় শরণার্থীর খরচ মেটাবেন ব্রিটিশ ধনকুবের!

বিদেশি শিক্ষার্থীদের জন্য ওয়ার্ক পারমিট কঠিন করল ব্রিটেন

বেতন বিরোধে লন্ডনে ৪৮ ঘণ্টার বাস ধর্মঘট