11.4 C
London
May 2, 2024
TV3 BANGLA
মধ্যপ্রাচ্যশীর্ষ খবর

আরব আমিরাতে স্পন্সর ছাড়া কাজ করতে পারবেন গ্রিন ভিসাধারীরা

সংযুক্ত আরব আমিরাত ঘোষণা দিয়েছে কোম্পানির স্পন্সর ছাড়াই দেশটিতে কাজ করতে পারবেন বিদেশিরা। অর্থনৈতিক প্রবৃদ্ধি গতিশীল করতে রেসিডেন্সির যোগ্যতা শিথিলের এই ঘোষণা দেওয়া হয়েছে। রোববার (৫ সেপ্টেম্বর) বার্তা সংস্থা এএফপি এখবর জানিয়েছে।

 

কর্মকর্তারা বলছেন, যাদের নতুন গ্রিন ভিসা রয়েছে তারা কোম্পানির স্পন্সরশিপ ছাড়াই কাজ করতে পারবেন। এছাড়া তারা নিজেদের অভিভাবক ও সন্তানদের স্পন্সর হতে পারবেন। তবে এক্ষেত্রে শিশুদের বয়স সর্বোচ্চ ২৫ বছর হতে পারবে।

 

বিদেশি বাণিজ্যবিষয়ক প্রতিমন্ত্রী থানি আল-জেউদি বলেন, এই উদ্যোগের মূল টার্গেট হলো উচ্চ দক্ষতা সম্পন্ন ব্যক্তি, বিনিয়োগকারী, ব্যবসায়ী, উদ্যোক্তা এবং অসাধারণ মেধাবী শিক্ষার্থী ও স্নাতকোত্তর।

 

তেল সমৃদ্ধ আমিরাতে সাধারণত বিদেশিদের নিয়োগকর্তার আওতাধীনে স্বল্পমেয়াদী ভিসা দেওয়া হয়। দেশটিতে দীর্ঘমেয়াদি রেসিডেন্সি পাওয়া কঠিন।

 

করোনাভাইরাস মহামারিতে আমিরাতের পর্যটন ও বাণিজ্য খাত প্রভাবিত হয়েছে। তেলের দরপতনে এমনিতেই দেশটির অর্থনীতি ধুঁকছিল।

 

২০১৯ সালে আমিরাত দশ বছর মেয়াদের গোল্ডেন ভিসা চালু করে। এর লক্ষ্য ছিল ধনী ব্যক্তি ও দক্ষতা সম্পন্ন কর্মীদের আকৃষ্ট করা।

 

৫ সেপ্টেম্বর ২০২১
নিউজ ডেস্ক

আরো পড়ুন

হারমানপ্রীতকে নিষিদ্ধ করার সিদ্ধান্ত জানালো আইসিসি

বিলেতে বাড়ির শেয়ারড ওনারশিপ বা যৌথ মালিকানা

যুক্তরাজ্যে ১ মিলিয়নেরও বেশি লোক ‘লং কোভিডে’ ভুগছে