6 C
London
May 22, 2025
TV3 BANGLA
স্পোর্টস

আরব আমিরাতের কাছে সিরিজ হার, বিসিবি প্রেসিডেন্ট ফারুক আহমেদের বিদায় ঘণ্টা?

আরব আমিরাতের বিপক্ষে তিন ম্যাচের টি-২০ সিরিজে বাংলাদেশের লজ্জাজনক হারের পর নতুন করে সমালোচনার মুখে পড়েছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) প্রেসিডেন্ট ফারুক আহমেদ। সিরিজের দ্বিতীয় ম্যাচে রেকর্ড ২০৫ রান তাড়া করে জয় এনে দিয়ে নিজেদের সামর্থ্যের বার্তা দিয়েছিল সংযুক্ত আরব আমিরাত। সেই ধারাবাহিকতায় শেষ ম্যাচেও বাংলাদেশকে রীতিমতো চাপে ফেলে বড় ব্যবধানে ৭ উইকেটের জয় তুলে নেয় তারা।

বাংলাদেশের ইনিংসে জাকের আলী ও হাসান মাহমুদের দৃঢ়তায় লড়াইয়ের মতো একটা পুঁজি দাঁড়ালেও বোলিং-ফিল্ডিং ব্যর্থতায় সেই লড়াই জমাতে পারেনি লিটন দাসের দল। সিরিজ ২-১ ব্যবধানে হেরে গিয়ে র‌্যাংকিংয়েও নেতিবাচক প্রভাব পড়তে পারে।

এই ব্যর্থতার মাঝেই বিসিবি প্রেসিডেন্ট ফারুক আহমেদের নেতৃত্ব নিয়ে প্রশ্ন উঠেছে নতুন করে। ক্রিকেট সংশ্লিষ্ট অনেকেই মনে করছেন, দীর্ঘদিনের প্রশাসনিক ব্যর্থতা এবং মাঠের পারফরম্যান্সে অব্যাহত অবনতি ফারুকের দায়িত্বহীনতা স্পষ্ট করে দিচ্ছে।

এরইমধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে গুঞ্জন উঠেছে, ফারুক আহমেদের জায়গায় সাবেক অধিনায়ক ও আইসিসির বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে অভিজ্ঞ আমিনুল ইসলাম বুলবুলকে প্রেসিডেন্ট হিসেবে আনার প্রক্রিয়া শুরু হয়েছে। অনেকেই মনে করছেন, আন্তর্জাতিক অভিজ্ঞতায় সমৃদ্ধ বুলবুলের হাতেই হয়তো উঠতে যাচ্ছে বিসিবির হাল।

বিশ্লেষকরা বলছেন, আমিরাতের মতো অপেক্ষাকৃত নবীন দলের বিপক্ষে সিরিজ হার শুধুই একটা সিরিজ হার নয়—এটি বিসিবির নেতৃত্ব এবং ক্রিকেট কাঠামোর দুর্বলতার একটি প্রতীক হয়ে উঠেছে। আর এর জেরে ফারুক আহমেদের বিদায়ের সুর যেন আরও জোরালো হচ্ছে।

বাংলাদেশ ক্রিকেটে সময় এসেছে নেতৃত্ব পুনর্বিবেচনার। বিশ্বমঞ্চে বাংলাদেশের অবস্থান পুনরুদ্ধারে প্রয়োজন দক্ষ, দূরদর্শী ও ক্রিকেটবোদ্ধা নেতৃত্ব। সেই আলোকে ফারুক আহমেদের চেয়ার হারানো এখন কেবল সময়ের ব্যাপার বলেই মনে করছেন অনেকে।

এম.কে
২২ মে ২০২৫

আরো পড়ুন

বাংলাদেশের হয়ে খেলার জন্য ফিফার অনুমতি পেয়েছেন হামজা চৌধুরী

দক্ষিণ আফ্রিকার ব্যাটিং গুঁড়িয়ে বাংলাদেশের রেকর্ডময় জয়

যুব এশিয়া কাপের প্রথম শিরোপার খোঁজে মাঠে নামছে বাংলাদেশ