TV3 BANGLA
যুক্তরাজ্য (UK)

ইংল্যান্ডে ৩.৩ মাত্রার ভূমিকম্প, আতঙ্কিত স্থানীয়রা

ইংল্যান্ডের উত্তর-পশ্চিমাঞ্চলে বুধবার রাতে সংঘটিত ভূমিকম্পে স্থানীয় বাসিন্দারা আতঙ্কিত হয়ে পড়েন। অনেকেই জানান, তাদের মনে হয়েছিল ঘরের ছাদ ভেঙে পড়ছে। রাত ২৩:২৩ মিনিটে আঘাত হানা এই ভূমিকম্পটির মাত্রা ছিল রিখটার স্কেলে ৩.৩ এবং এর উপকেন্দ্র ছিল ল্যাঙ্কাশায়ারের সিলভারডেল নামক গ্রামে।

ভূকম্পনের তীব্রতায় জরুরি সেবাদানকারী সংস্থাগুলো প্রথমে ধারণা করেছিল, হয়তো কোনো বিস্ফোরণ ঘটেছে। দেশের বিভিন্ন স্থানেও কম্পন অনুভূত হয়। ব্রিটিশ জিওলজিক্যাল সোসাইটি (BGS) জানিয়েছে, ভূমিকম্পটি প্রায় ৩ কিলোমিটার গভীরে সংঘটিত হওয়ায় সুনির্দিষ্টভাবে কোন ফল্ট লাইনের কারণে এটি হয়েছে তা চিহ্নিত করা সম্ভব হয়নি।

বিশেষজ্ঞদের মতে, পৃথিবীর ভূত্বকের ক্ষুদ্র ফল্ট লাইনে অপ্রত্যাশিত নড়াচড়া থেকেই এমন কম্পনের সৃষ্টি হয় এবং এটি মৌসুম বা আবহাওয়ার সাথে সম্পর্কিত নয়। পৃথিবীর টেকটোনিক প্লেটের পারস্পরিক ঘর্ষণ ও স্থানচ্যুতি ভূমিকম্পের সাধারণ কারণ। যুক্তরাজ্য ইউরেশিয়ান টেকটোনিক প্লেটের কেন্দ্রীয় অংশে অবস্থান করায় দেশটিতে বড় ধরনের ভূমিকম্প সচরাচর দেখা যায় না।

BGS জানিয়েছে, এই দুর্বল মাত্রার ভূমিকম্প অস্বাভাবিক নয়। প্রতিবছর যুক্তরাজ্যে কয়েকটি ৩ মাত্রার ভূমিকম্প রেকর্ড করা হয়। গত অক্টোবরেও স্কটল্যান্ডে অনুরূপ মাত্রার কম্পন অনুভূত হয়েছিল। যদিও ৪ মাত্রার ভূমিকম্প তিন থেকে চার বছর পরপর ঘটে থাকে। প্রতিবছর দেশটিতে ২০০ থেকে ৩০০টি ছোট ভূমিকম্প রেকর্ড করা হলেও মাত্র ২০ থেকে ৩০টির কম্পন মানুষ অনুভব করতে সক্ষম হয় এবং বেশিরভাগ ক্ষেত্রেই এগুলো কোনো ধরনের ক্ষয়ক্ষতি ঘটায় না।

সংস্থাটি আরও জানায়, এ ধরনের সর্বশেষ শক্তিশালী ভূমিকম্প হয়েছিল ২০০৯ সালে, যখন মোরক্যাম্বে উপকূলীয় এলাকায় রিখটার স্কেলে ৩.৭ মাত্রার কম্পন অনুভূত হয়। এছাড়া ১৯৯৩ সালে একই অঞ্চলে ২.৯ মাত্রার ভূমিকম্প রেকর্ড করা হয়েছিল।

ইতিহাস অনুযায়ী, যুক্তরাজ্যের সবচেয়ে বড় ভূমিকম্প হয়েছিল ১৯৩১ সালে, ইংল্যান্ডের ইয়র্কশায়ারের উপকূল থেকে প্রায় ৬০ মাইল দূরে ডগার ব্যাংক এলাকায়। ৬.১ মাত্রার সেই ভূমিকম্পে ভূমি ক্ষতি খুব বেশি না হলেও উপকূলীয় অঞ্চলের কিছু ভবনে ফাটল দেখা দেয়। তবে শতাব্দীর পর্যবেক্ষণে দেখা গেছে, যুক্তরাজ্যে ক্ষয়ক্ষতিকর ভূমিকম্প অত্যন্ত বিরল।

সূত্রঃ বিবিসি

এম.কে

আরো পড়ুন

যুক্তরাজ্যে সিজারিয়ান জন্মের হার ৫০% ছাড়িয়েছেঃ স্বাস্থ্যসেবার নতুন বাস্তবতা

ইলন মাস্ক নাইজেল ফারাজের পরিবর্তে রিফর্ম পার্টির নতুন নেতা চান

যুক্তরাজ্যে ২০২৪ সাল হতে হ্রাস পেয়েছে কেয়ার ওয়ার্কার ভিসা এবং আশ্রয় মঞ্জুরের হার