TV3 BANGLA
যুক্তরাজ্য (UK)

ইংল্যান্ডের একটি ব্রিজে স্যুটকেসে দেহ উদ্ধারের ঘটনায় আটক ১

গত সপ্তাহে পশ্চিম ইংল্যান্ডের একটি বিখ্যাত সেতুতে দুটি স্যুটকেসে মানুষের দেহাবশেষ উদ্ধার করা হয়। এই ঘটনায় শনিবার ১৩ জুলাই সন্দেহভাজন এক ব্যক্তিকে গ্রেফতার করেছে ব্রিটিশ পুলিশ। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এই খবর জানিয়েছে।

এক বিবৃতিতে রাজধানীর মেট্রোপলিটন পুলিশ জানিয়েছে, ২৪ বছর বয়সী এক যুবককে ব্রিস্টলে গ্রেফতার করা হয়েছে। শহরটির ক্লিফটন সাসপেনশন ব্রিজে এই মৃতদেহগুলো পাওয়া যায়। আটককৃত ব্যক্তিকে শনিবার সন্ধ্যায় জিজ্ঞাসাবাদের জন্য লন্ডনে নিয়ে যাওয়া হবে।

শুক্রবার পুলিশ বলেছিল, দেহাবশেষ দুটি প্রাপ্তবয়স্ক পুরুষের। মূল সন্দেহভাজন ব্যাগগুলো নিয়ে লন্ডন থেকে ব্রিস্টলে এসেছিল।

পুলিশ আর জানিয়েছে, বুধবার মধ্যরাতের ঠিক আগে একটি স্যুটকেসসহ এক ব্যক্তি ব্রিজটিতে সন্দেহজনকভাবে চলাফেরা করছে বলে অভিযোগ আসে। দ্বিতীয় স্যুটকেসটিও ওই ব্রিজের কাছাকাছি পাওয়া যায়।

এই ঘটনার তদন্ত চলছে বলে জানিয়েছে পুলিশ। ডেপুটি অ্যাসিস্ট্যান্ট কমিশনার অ্যান্ডি ভ্যালেন্টাইন বলেছেন, ‘আমরা ব্রিস্টল ও লন্ডনবাসীদের উদ্বেগের কারণ বুঝতে পারছি। আগামী দিনগুলোতে এই এলাকায় টহল দেবে পুলিশ।’

সূত্রঃ রয়টার্স

এম.কে
১৪ জুলাই ২০২৪

আরো পড়ুন

দুর্নীতিবিরোধী মন্ত্রী নিজেই দুর্নীতিবাজ, টিউলিপ প্রসঙ্গে মাস্ক

যুক্তরাজ্য উচ্চ আদালতের রায়ঃ শিশু আশ্রয়প্রার্থীদের হোটেলে রাখা বেআইনি

যুক্তরাজ্যে মনজো ব্যাংককে FCA’র £২১ মিলিয়ন পাউন্ড জরিমানা