যুক্তরাজ্যে ছোট নৌকায় আগত অভিবাসীদের ঠেকাতে কিয়ার স্টারমারের ঘোষিত “ওয়ান ইন, ওয়ান আউট” চুক্তি ভেস্তে যাওয়ার মুখে। ইউরোপীয় ইউনিয়নের আপত্তির কারণে প্রধানমন্ত্রী স্টারমার ও ফরাসি প্রেসিডেন্ট ম্যাক্রোঁর মধ্যকার প্রত্যাশিত চুক্তি বাস্তবায়ন অনিশ্চিত হয়ে পড়েছে বলে হোয়াইটহল সূত্রে জানা গেছে।
চুক্তির মূল পরিকল্পনা ছিল, যারা ব্রিটেনে ছোট নৌকায় পাড়ি দেবে, তাদের মধ্যে একটি অংশকে ফ্রান্সে ফেরত পাঠানো হবে, এবং একই সংখ্যক আবেদনকারীকে ফ্রান্স থেকে গ্রহণ করবে যুক্তরাজ্য। প্রধানমন্ত্রী এই ঘোষণা ফরাসি প্রেসিডেন্টের রাষ্ট্রীয় সফরের সময় বৃহস্পতিবার ইউকে-ফ্রান্স সম্মেলনে দিতে চেয়েছিলেন।
তবে ব্রাসেলস থেকে ইউরোপীয় কমিশনের হস্তক্ষেপে পুরো পরিকল্পনা আপাতত স্থগিত অবস্থায় আছে। হোম অফিস চলতি বছরের শেষ দিকে একটি পাইলট প্রকল্প চালুর প্রস্তুতি নিচ্ছিল, যা এখন অনিশ্চয়তায় পড়েছে।
এই ব্যর্থতার জন্য প্রধানমন্ত্রীকে তীব্র সমালোচনা করেছেন শ্যাডো স্বরাষ্ট্রমন্ত্রী ক্রিস ফিলিপ। তিনি বলেছেন, “প্রধানমন্ত্রী যদি অর্ধ বিলিয়ন পাউন্ড দিয়ে ফ্রান্সকে বোঝাতে না পারেন অভিবাসী ঠেকাতে, তাহলে এর থেকে বড় আন্তর্জাতিক অপমান আর কী হতে পারে?”
তিনি আরও বলেন, “এমন চুক্তি যদি না হয়, যেখানে ছোট নৌকায় আগত সবাইকে ফেরত পাঠানো হবে, তাহলে এই অভিবাসন স্রোত থামবে না। প্রধানমন্ত্রীকে এখনই নিয়ন্ত্রণ নিতে হবে।”
ফরাসি প্রেসিডেন্ট ম্যাক্রোঁর সফর মঙ্গলবার থেকে শুরু হচ্ছে। কিন্তু এই কূটনৈতিক ব্যর্থতা কিয়ার স্টারমারের সরকারের জন্য বড় ধাক্কা হয়ে দাঁড়াতে পারে বলে ধারণা করা হচ্ছে।
সূত্রঃ এক্সপ্রেস
এম.কে
০৭ জুলাই ২০২৫