8.5 C
London
February 23, 2025
TV3 BANGLA
যুক্তরাজ্য (UK)শীর্ষ খবর

ইউনিস ঝড়ে ভেঙে পড়লো নিউটনের আপেল গাছ

স্যার আইজ্যাক নিউটনের আপেল গাছ ইউনিস ঝড়ে ভেঙে পড়েছে। এটি মূল গাছের একটি ক্লোন ছিল যা পদার্থবিদকে তার মাধ্যাকর্ষণ তত্ত্ব আবিষ্কারে অনুপ্রাণিত করেছিল।

১৯৫৪ সালে কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ের বোটানিক গার্ডেনে রোপণ করা আইজ্যাক আপেল গাছটি শুক্রবার ঝড়ের আঘাতে পড়ে যায়।

 

এটি ছিল আসল আপেল গাছের বংশোদ্ভুত একটি ক্লোন, যা নিউটনকে তার মাধ্যাকর্ষণ তত্ত্বের বিকাশে অনুপ্রাণিত করে যখন তিনি একটি আপেল থেকে পড়ে থাকতে দেখেছিলেন। মূল আপেল গাছটি লিংকনশায়ারের গ্রান্থামের কাছে উলস্টর্প ম্যানরের নিউটনের শৈশব বাড়ির বাগানে জন্মেছিল।

 

ইউনিস এক সপ্তাহে যুক্তরাজ্যে আঘাত হানা তিনটি নামী ঝড়ের মধ্যে দ্বিতীয় এবং সবচেয়ে শক্তিশালী।

 

কেমব্রিজ ইউনিভার্সিটির বোটানিক গার্ডেনের কিউরেটর ড: স্যামুয়েল ব্রকিংটন বলেছেন, ‘বোটানিক গার্ডেনে আসল গাছের তিনটি ক্লোন ছিল, গত তিন বছর ধরে কিছু গ্রাফটিং হয়েছে।

গ্রাফটিং এর অসাধারণ বিজ্ঞানের মাধ্যমে, নিউটনের আপেল গাছের আমাদের বংশধর আশা করি আমাদের সংগ্রহে থাকবে।’

 

২৩ ফেব্রুয়ারি ২০২২
এনএইচ

আরো পড়ুন

ওমিক্রনের কারণে মাস্ক বাধ্যতামূলক করতে পারে ইংল্যান্ডের স্কুলগুলো

অনলাইন ডেস্ক

ড. ইউনুসকে সরকারের প্রধান উপদেষ্টা করার ঘোষণা দিয়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন

ইংল্যান্ডের কর্ণার শপে বিক্রি হচ্ছে মাদক গ্যাস