13.1 C
London
April 29, 2024
TV3 BANGLA
মধ্যপ্রাচ্যশীর্ষ খবর

ইসরায়েলে ধর্মীয় উৎসবে পদদলিত হয়ে ৪৪ জনের মৃত্যু

ইসরায়েলে ইহুদিদের ধর্মীয় একটি উৎসবে পদদলিত হয়ে অন্তত ৪৪ জনের প্রাণহানির ঘটনা ঘটেছে। দেশটির উত্তর-পূর্ব এলাকায় এ ঘটনায় আরো অনেকে আহত হয়েছেন। বৃহস্পতিবার (২৯ এপ্রিল) গভীর রাতে এ ঘটনা ঘটে।

 

দ্য টাইমস অব ইসরায়েল এক প্রতিবেদনে জানিয়েছে, ইসরায়েলের উত্তরাঞ্চলের মেরন পর্বতে লাগ বি’ওমর উৎসবে গিয়ে ইহুদি সম্প্রদায়ের লোকজন এ ঘটনার শিকার হয়েছেন।

 

দেশটির প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু হতাহতদের জন্য প্রার্থনা করে বলেছেন, এটা মারাত্মক বিপর্যয়।

 

প্রতিবছর মেরন পর্বতে লাগ বি’ওমর উৎসবে বহু ইহুদি তীর্থযাত্রায় যান। সেখানে রাভভর প্রার্থনা এবং নাচের মাধ্যমে উৎসব পালন করা হয়।

 

জানা গেছে, ইহুদি সম্প্রদায়ের মানুষের কাছে অন্যতম পবিত্র স্থান মেরন পর্বত। গতকাল বৃহস্পতিবার রাতে মেরন পর্বতে প্রায় এক লাখ মানুষ জমায়েত হয়েছিল। আজ শুক্রবার সেখানে আরো বহু মানুষের হাজির হওয়ার কথা ছিল। কিন্তু এরই মধ্যে পদদলনের ঘটনা ঘটে। সে কারণে মেরন পর্বত থেকে সবাইকে চলে যেতে বলেছে পুলিশ।

 

প্রাথমিকভাবে কয়েকটি গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়, মেরন পর্বতে একটি অবকাঠামো ভেঙে পড়ার জেরে এ হতাহতের ঘটনা ঘটেছে। পরে জানা যায়, পদদলিত হয়ে এ ঘটনা ঘটে।

 

৩০ এপ্রিল ২০২১
নিউজ ডেস্ক

আরো পড়ুন

বৃটিশ রাজার ফ্রান্স সফর বাতিল, ফ্রান্সের অবস্থা থমথমে

রুয়ান্ডা যাওয়ার আতংকে শরনার্থীর আত্মহত্যার প্রস্তুতি!

অনলাইন ডেস্ক

ডিডব্লিউপি’র নতুন অ্যালরিদম নিয়ে ইউনিভার্সাল ক্রেডিট দাবিদারদের শঙ্কা