9.1 C
London
April 26, 2024
TV3 BANGLA
যুক্তরাজ্য (UK)শীর্ষ খবর

ডিডব্লিউপি’র নতুন অ্যালরিদম নিয়ে ইউনিভার্সাল ক্রেডিট দাবিদারদের শঙ্কা

সরকার একটি মেশিন অ্যালগরিদম ট্রায়াল করছে যাতে ভবিষ্যতে প্রতারণা করার সম্ভাবনার উপর ভিত্তি করে নির্ধারণ হবে কেউ ইউনিভার্সাল ক্রেডিট পাবেন কীনা।

 

প্রচারকারীরা সতর্ক করেছেন যে দুর্বল গোষ্ঠীগুলি অন্যায়ভাবে অসুবিধায় পড়ার ঝুঁকিতে রয়েছে। এই অ্যালগরিদমের অধীনে অর্থ প্রদানের আগেই তাদের সুবিধাগুলি বন্ধ হয়ে যাওয়ার ঝুঁকি রয়েছে। ডিপার্টমেন্ট ফর ওয়ার্ক অ্যান্ড পেনশন (ডিডব্লিউপি) গত বছর থেকে এটি ট্রায়াল করছে বলে জানা যায়।

 

বিভাগটির ২১-২২ নথি সামনে এলে জানা যায়, এই ট্রায়ালের মাধ্যমে ইউনিভার্সাল ক্রেডিট দাবিদারদের সম্ভাব্য জালিয়াতির ভবিষ্যদ্বাণী করা হয়।

 

নথিতে বলা হয়েছে যে এই বিশ্লেষণটি একটি মেশিন লার্নিং অ্যালগরিদম দ্বারা চালিত যা মানুষের দ্বারা স্পষ্টভাবে প্রোগ্রাম করা ছাড়াই ভবিষ্যদ্বাণী করার জন্য ঐতিহাসিক জালিয়াতির ডেটার উপর ভিত্তি করে।

 

কিন্তু এই রিস্ক খুঁজে বের করার ক্ষেত্রে এই অ্যালগরিদমের স্বচ্ছতা নেই বলে দাবি অনেকের।

 

পাবলিক ল প্রজেক্টের আইনি পরিচালক আরিয়ান অ্যাডাম বলেছেন: এই অ্যালরিদমের বিষয়ে বিস্তারিত তথ্য দিতে ব্যর্থ হয়েছে বিভাগটি। আমাদের একটি সুস্পষ্ট প্রতিশ্রুতি দরকার যে, সমস্ত সরকারি বিভাগ কীভাবে অ্যালগরিদম ব্যবহার করে সে সম্পর্কে স্বচ্ছ হবে।

 

এই অ্যালগরিদম ব্যবহারে বৈষম্য ঘটার ব্যাপক ঝুঁকি রয়েছে বলে তিনি মনে করেন।

 

১৩ জুলাই ২০২২
সূত্র: দ্য ইন্ডিপেন্ডেন্ট

আরো পড়ুন

দালালদের দৌরাত্ম্য ঠেকাতে ইতালিতে বাংলাদেশ দূতাবাসের অভিনব কৌশল

অনলাইন ডেস্ক

ডাক্তার সংকটে হিমশিম খাচ্ছে ব্রিটেন

যুক্তরাজ্য হতে রুয়ান্ডায় পাঠাতে প্রস্তুতি সম্পন্ন করেছে আরএএফঃ গ্রান্ট শ্যাপস