ইসরাইলে হামলার পরিপ্রেক্ষিতে ইরানের বিরুদ্ধে পদক্ষেপ নিতে যাচ্ছে ধনী রাষ্ট্রদের জোট জি-৭। এই তথ্য জানিয়ে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী ঋষি সুনাক বলেছেন, আমি জি-৭ নেতাদের সঙ্গে কথা বলেছি। ইসরাইলে ইরানের হামলার বিষয়ে সবাই নিন্দা জানিয়েছে।
ব্রিটিশ পার্লামেন্টে দেওয়া ভাষণে সুনাক আরও বলেন, আমরা আমাদের মিত্রদের পক্ষে জরুরিভিত্তিকে কাজ করব। একসঙ্গে আমরা সম্মিলিত পদক্ষেপ নেব। ইরান যেটি করেছে সেটি ঘৃনিত কাজ।
জি-৭ কী পদক্ষেপ নিতে যাচ্ছে সেদিকে ইঙ্গিত করে সুনাক বলেন, তেহরানের ওপর নিষেধাজ্ঞাও দেওয়া হতে পারে।ইরান ও দেশটির যাদের ওপর স্যাংশন দেওয়া হবে তাদের ক্ষেত্রে যেন নিষেধাজ্ঞার সর্বোচ্চ প্রভাব পড়ে সেটি নিশ্চিত করা হবে।
এদিকে ইসরাইলে হামলার ফল ইরানকে ভোগ করতে হবে বলে হুশিয়ার করেছেন দেশটির সামরিক বাহিনীর প্রধান হারজেই হেলেভি। তিনি বলেছেন, ইরানের ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলার জবাব দেওয়া হবে।
ইরানের হামলার পর ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু কী জবাব দেন সেটির অপেক্ষায় তেলআবিবের জনগণ। এই অঞ্চলে সংঘাত বাড়ার শঙ্কায় আন্তর্জাতিক সম্প্রদায় ইসরাইলকে সংযত আচরণ করার আহ্বান জানিয়েছে।
ইসরাইলের মিলিটারি চিফ অব স্টাফ হার্জেই হ্যালেভি বলেছেন, ইসরাইল ইরানের হামলার জবাব দেবে। তিনি এর বেশি কিছু বলেননি।
নেভাদান বিমান ঘাঁটিতে মঙ্গলবার তিনি আরও বলেন, ইসরাইলের ভূখন্ডে এতো এতো ক্ষেপণাস্ত্র, ক্রস ক্ষেপণাস্ত্র এবং ড্রোন হামলার জবাব দেওয়া হবে।
সূত্রঃ আল জাজিরা
এম.কে
১৮ এপ্রিল ২০২৪