3.4 C
London
January 19, 2025
TV3 BANGLA
যুক্তরাজ্য (UK)শীর্ষ খবর

ইস্টার পর্যন্ত ব্রিটেনের তৃতীয় লকডাউন!

করোনা ভাইরাসের নতুন রূপটি ছড়িয়ে পড়ায় যুক্তরাজ্যে করোনা আক্রান্তের সংখ্যা বাড়ছে অতি দ্রুত। সরকারের একজন মুখপাত্র বলেন, প্রধানমন্ত্রীকে এখনি জনগণের জীবন বাঁচাতে পদক্ষেপ নিতে হবে।

 

আরেকটি জাতীয় লকডাউন ঘোষণার জন্য প্রধানমন্ত্রীর উপর চাপ বাড়ছে। প্রধানমন্ত্রী ইস্টার সানডে বা ৪ এপ্রিল পর্যন্ত জাতীয় লকডাউন ঘোষণা করবেন বলে আশা করা হচ্ছে।

 

বরিস জনসন সোমবার (৪ জানুয়ারি) রাত ৮ টায় জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন।

এই অবস্থায় সন্তানদের স্কুলে পাঠানো নিয়ে দ্বিধায় ভুগছেন যুক্তরাজ্যের হাজার হাজার অভিভাবক। মহামারি পরিস্থিতি ক্রমেই খারাপ হতে থাকায় স্কুল ইউনিয়ন দাবি করছে শিক্ষক শিক্ষার্থীদের জন্য স্কুল নিরাপদ নয়।

 

লন্ডন এবং আশেপাশের এলাকায় ১৮ জানুয়ারি পর্যন্ত প্রাথমিক স্কুল বন্ধ রাখা হয়েছে। কিন্তু অন্যান্য বহু এলাকায় শিক্ষার্থীদের এই সপ্তাহে স্কুলে ফিরতে বলা হয়েছে। স্কুল বন্ধের বিষয়েও আজকে ঘোষণা করা হবে বলে ধারণা করা হচ্ছে।

 

বরিস জনসন রোববার (৩ জানুয়ারি) স্বীকার করেছেন, দেশের তিন-চতুর্থাংশ বা দেশের প্রায় ৭৮ শতাংশ জনসংখ্যা ইতিমধ্যে ‘টিয়ার ৪’ বা লকডাউন সমতুল্য বিধিনিষেধের আওতায় থাকা সত্ত্বেও করোনা ভাইরাসের সংক্রামণ বেড়েই চলছে।

স্বাস্থ্য সচিব ম্যাট হ্যাঙ্কক বলেছেন, আরো কঠোর ব্যবস্থা নেওয়া দরকার এবং সরকার প্রয়োজনে দ্রুত কাজ করবে।

 

৩ জানুয়ারি নতুন করে ৫৪, ৯৯০ জন করোনায় আক্রান্ত হয়েছে এবং ৪৫৪ জন মৃত্যুর খবর পাওয়া গেছে।

 

 

সূত্র:মিরর
৪ জানুয়ারি ২০২১
এসএফ

আরো পড়ুন

ব্রিটিশ নির্বাচনঃ উচ্ছ্বসিত প্রথমবার ভোট দিতে যাওয়া অভিবাসীরা

যুক্তরাজ্যের সুপারমার্কেটে অস্বাস্থ্যকর স্ন্যাকসে নিষেধাজ্ঞা

নিউজ ডেস্ক

বিলেতে বাড়ি কেনাবেচাঃ শর্টটার্ম লেট