TV3 BANGLA
যুক্তরাজ্য (UK)

ঋষি সুনাকের নেতৃত্ব গুণের কারণে হারতে যাচ্ছে কনজারভেটিভ পার্টিঃ জরিপ

যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী ঋষি সুনাক নিউক্লিয়ার যুদ্ধের ভয় দেখিয়ে নির্বাচনে ভোট টানার চেষ্টা করে ব্যর্থ হয়েছেন বলে রিপোর্ট করেছে একটি দাতব্য জরিপ সংস্থা।

দ্য টেকনে ইউকে তাদের জরিপের রিপোর্ট অনুযায়ী জানায় কনজারভেটিভ দলের দিকে ভোটের হাওয়া গত সপ্তাহের মতো ২১% আছে। নিউক্লিয়ার যুদ্ধ হতে পারে বলে যে ঘোষণা দিয়েছেন বর্তমান প্রধানমন্ত্রী তা কোনো ইম্প্যাক্ট ফেলতে পারে নাই ভোটের মাঠে।

দ্য টেকনে ইউকের চিফ এক্সিকিউটিভ মিচেলা মরিজো, অধ্যাপক স্যার জন কার্টিস এবং লর্ড হ্যাওয়ার্ড সহ জরিপকারীরাও সবাই সতর্ক করেন, ভোটারদের মন জয় কর‍তে নিউক্লিয়ার যুদ্ধের গান কোনো ফলাফল নিয়ে আসতে পারবে না।

জরিপকারকদের মতে মিঃ সুনাকের কৌশলগুলি ব্যর্থ হতে যাচ্ছে লেবার পার্টির কৌশলের কাছে। ২৩% এরও বেশি ব্যবধানে এখনও এগিয়ে আছে লেবার পার্টি। যদিও গত সপ্তাহের তুলনায় ১ শতাংশ হ্রাস পেয়ে ৪৪ শতাংশে দাঁড়িয়েছে তাদের সমর্থন। লিব ডেম ও রিফর্ম ইউকে উভয় দল ১২% সমর্থন নিয়ে আছে এবং গ্রিনস পার্টি ৬ শতাংশ নিয়ে আগের অবস্থানে বহাল আছে।

নির্বাচনী জরিপ অনুযায়ী যদি এই ফলাফল সাধারণ নির্বাচনের ফলাফলের সাথে মিলে যায় তাহলে কনজারভেটিভরা তাদের ৩৪৬ বছরের ইতিহাসে সর্বকালের বাজে ফলাফলের দিকে ধাবিত হবে। তাছাড়া লেবার পার্টি ৩৪২ আসন নিয়ে সংসদে একক সংখ্যাগরিষ্ঠতা উপভোগ করবে।

মরিজো বলেছেন সুনাকের নেতৃত্ব গুণ কনজারভেটিভ পার্টিকে ভোগাতে যাচ্ছে কারণ তিনি একগুঁয়ে কিন্তু দৃঢ়সংকল্পবদ্ধ নন।

উল্লেখ্য যে, চ্যান্সেলর জেরেমি হান্ট লন্ডনে নির্নাচনকে সামনে রেখে ট্যাক্স কাটার বিষয়ে কথা বলবেন বলে খবরে জানা যায়। সেই বক্তৃতাকে কেন্দ্র করে কনজারভেটিভ পার্টি ঘুরে দাঁড়ানোর চেষ্টা করবেন বলে মনে করেন সংশ্লিষ্টরা।

সূত্রঃ দ্য ইন্ডিপেন্ডেন্ট

এম.কে
১৮ মে ২০২৪

আরো পড়ুন

যুক্তরাজ্যে ভারী তুষারপাতের সম্ভাবনা

যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী ও বিরোধী দলীয় নেতার জনগণের উদ্দেশ্যে ট্যাক্স রিটার্ন প্রকাশ

পার্টিগেট: লজ্জাজনক পরিস্থিতিতে প্রধানমন্ত্রীর কয়েকটি ছবি