20.4 C
London
August 6, 2025
TV3 BANGLA
অফবিটশীর্ষ খবর

একসঙ্গে ৯ সন্তানের জন্ম

মরক্কোর এক হাসপাতালে একই সঙ্গে ৯ সন্তানের জন্ম দিলেন হালিমা চিসে নামের এক নারী। ব্রিটিশ গণমাধ্যম ডেইলি মেইল জানায়, আল্ট্রাসনোগ্রামে সাত সন্তান দেখা গেলেও অন্য দুই সন্তান দেখেননি তারা। তবে হালিমা মঙ্গলবার (৪ মে) সফলভাবে ৯ সন্তানের জন্ম দিয়েছেন।

 

গত মার্চ মাসে মালির চিকিৎসকেরা জানান, হালিমার গর্ভে একাধিক সন্তান থাকায় তার বিশেষায়িত সেবা দরকার। তারপর তাকে উন্নত সেবার জন্য দেশটির কর্তৃপক্ষ মরক্কোতে পাঠায়।

 

মরক্কোতেও হালিমার আল্ট্রাসনোগ্রাম করা হয়। সেখানেও দেখা যায়, তার গর্ভে সাত সন্তান।

 

গতকাল মরক্কোতে হালিমার সিজার হয়। সিজারের মাধ্যমে তিনি নয় সন্তানের জন্ম দেন।

 

খবরে বলা হয়, আল্ট্রাসনোগ্রামে সাত সন্তান দেখালেও অন্য দুই সন্তান দেখায়নি। একসঙ্গে নয় সন্তান জন্মদানের বিষয়টি খুবই বিরল।

 

হালিমার নয় সন্তান জন্মদানের পর এ নিয়ে বিবৃতি দিয়েছেন মালির স্বাস্থ্যমন্ত্রী ফান্তা সিবি। তিনি বলেছেন, সদ্যোজাত সন্তানেরা ও তাদের মা ভালো আছেন।

 

৫ মে ২০২১
নিউজ ডেস্ক

আরো পড়ুন

যুক্তরাজ্যের জব ভ্যাকেন্সি রেকর্ড উচ্চতায়

বাংলাদেশিদের জন্য ব্রিটেনে মাস্টার্স প্রোগ্রামে বৃত্তি ঘোষণা

চট্টগ্রাম সীতাকুণ্ডে অক্সিজেন প্ল্যান্টে ভয়াবহ আ-গু-ন!

নিউজ ডেস্ক