TV3 BANGLA
যুক্তরাজ্য (UK)শীর্ষ খবর

এপ্রিলে বাড়ছে যুক্তরাজ্যের চাইল্ড বেনিফিট ও ইউনিভার্সাল ক্রেডিট

দ্রব্যমূল্য বৃদ্ধির সঙ্গে তাল মিলিয়ে নতুন অর্থবছরে ‘চাইল্ড বেনিফিট’ বাড়ানোর ঘোষণা দিয়েছে ব্রিটিশ সরকার। যুক্তরাজ্যের কয়েক লাখ পরিবারের জন্য এপ্রিল থেকে এই বর্ধিত অংকের বেনিফিট কার্যকর হবে।

 

ব্রিটিশ সংবাদমাধ্যম মিররের সূত্রে জানা যায়, আগামী ১২ এপ্রিল থেকে প্রথম সন্তানের জন্য সপ্তাহে ২১ দশমিক ১৫ পাউন্ড এবং একাধিক সন্তানের জন্য ১৪ পাউন্ড করে পাবেন প্রতিটি পরিবার। যেটি আগে ছিল ২১ দশমিক ০৫ এবং ১৩ দশমিক ৯৫ পাউন্ড।

 

যুক্তরাজ্যে সাধারণত ১৬ বছর বা এর কম বয়সের সন্তানের জন্য চাইল্ড বেনিফিট দেওয়া হয়। এছাড়া ফুলটাইম স্টুডেন্ট বা সরকার অনুমোদিত ট্রেনিং কোর্সে থাকলে ২০ বছর বয়স পর্যন্ত তা কর্যকর থাকে।

 

এপ্রিলের ৬ তারিখ দেশটির নতুন অর্থবছর শুরু হতে যাচ্ছে। জানা যায়, চাইল্ড বেনিফিটের পাশাপাশি জাতীয় পেনশন ২.৫ শতাংশ এবং ইউনিভার্সাল ক্রেডিট ০.৫ শতাংশ বাড়ছে নতুন অর্থবছরে।

 

২৬ ফেব্রুয়ারি ২০২১
এনএইচ

আরো পড়ুন

ইউক্রেন যুদ্ধের প্রেক্ষাপটে ব্রিটেনকে ঘিরে বাড়ছে রুশ হুমকিঃ এমআইসিক্স

আইসিইউতে থাকা ৯০% রোগীই ‘আনবুস্টেড’: বরিস জনসন

অনলাইন ডেস্ক

অতিরিক্ত তহবিল ছাড়া ট্রান্সপোর্ট ফর লন্ডন দেউলিয়া হয়ে যেতে পারে: মেয়রের দাবি