TV3 BANGLA
আন্তর্জাতিকশীর্ষ খবর

এবার সাংবাদিকদের অর্থ আয়ের রাস্তা দেখালেন ইলন মাস্ক

ধনকুবের ইলন মাস্ক এবার সাংবাদিকদের বেশি আয়ের পথ বাতলে দিয়েছেন। তার নিয়ন্ত্রিত সোশ্যাল মাধ্যম থেকে অর্থ আয় করা যাবে বলে জানিয়েছেন এ বিতর্কিত প্রযুক্তি উদ্যোক্তা। এজন্য সরাসরি এক্সে সংবাদ প্রকাশ করতে হবে। টেসলার প্রধান নির্বাহী জানান, সাংবাদিকরা সরাসরি এক্সে সংবাদ প্রকাশ করলে বেশি আয় করতে পারবেন। সঙ্গে লেখার স্বাধীনতার প্রতিশ্রুতি দেন এ খ্যাপাটে উদ্যোক্তা।

মঙ্গলবার ভোরে ইলোন টুইটে লেখেন, লেখার স্বাধীনতা ও বেশি অর্থ উপার্জন করতে চান-আপনি যদি এমন সাংবাদিক হন তবে সরাসরি এ প্ল্যাটফর্মে সংবাদ প্রকাশ করুন।

কিছুদিন আগে জনপ্রিয় মাইক্রো ব্লগিং প্ল্যাটফর্ম টুইটারকে এক্স নামে রিব্র্যান্ডিং করেন মাস্ক। এবারই প্রথম নয় আগেও আর্টিকেল প্রকাশের পরিকল্পনার কথা জানিয়েছিলেন তিনি।

জানা গেছে, মাসিক সাবস্ক্রিপশন না থাকলে ব্যবহারকারীদের আর্টিকেল প্রতি অর্থ পরিশোধ করতে হবে। সাবস্ক্রিপশন থাকলে তাদের খরচ কমবে।

এম.কে
২৩ আগস্ট ২০২৩

আরো পড়ুন

ইসলামিক মর্গেজের মাধ্যমে প্রপার্টি ক্রয়

ক্রিপ্টোকারেন্সিকে বোকার সম্পদ বললেন বিল গেটস

রিকভারি লোন স্কিম