3.1 C
London
January 22, 2025
TV3 BANGLA
আন্তর্জাতিকশীর্ষ খবর

ওমরাহ পালনে ই-ভিসা চালু করেছে সৌদি

পবিত্র ওমরাহ পালনে ইলেক্ট্রনিক ভিসা চালু করেছে সৌদি আরবের হজ ও ওমরাহ মন্ত্রণালয়। বুধবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে সৌদি সংবাদমাধ্যম। সহজে ও স্বাচ্ছন্দ্যে যেন আরও বেশি মুসল্লি সৌদিতে যেতে পারেন এবং ওমরাহ পালন করতে পারেন তারই অংশ হিসাবে ওমরাহর ই-ভিসা চালু করা হয়। এছাড়া ভিশন ২০৩০ অর্জনে ওমরাহর সেবার মান বাড়ানোর যে পরিকল্পনা হাতে নেওয়া হয়েছে, সেটিরও অংশ এই ই-ভিসা।

মন্ত্রণালয়ের পক্ষ থেকে বলা হয়েছে, যারা ই-ভিসা পেতে আগ্রহী তারা নুসুক প্ল্যাটফর্মে গিয়ে আবেদন করতে পারবেন। যেন তারা ১৯ জুলাই থেকেই সৌদিতে যেতে পারেন। ওই প্ল্যাটফর্মের মাধ্যমে পুরো বিশ্বের পর্যটকদের মক্কা ও মদিনা ভ্রমণের ব্যবস্থা করা হয়। এছাড়া এর মাধ্যমে পছন্দ অনুযায়ী বাসা বেছে নেওয়া, বাসস্থান এবং যোগাযোগ সেবাও দেওয়া হয়।

পবিত্র হজ উপলক্ষ্যে এক মাসেরও বেশি সময় ধরে ওমরাহ পালন বন্ধ রয়েছে। ওই সময় যাদের কাছে হজের অনুমতি ছিল শুধু তারাই মক্কা নগরীতে প্রবেশের সুযোগ পেয়েছিলেন।

 

এম.কে
০৫ জুলাই ২০২৩

আরো পড়ুন

নোবেলজয়ী ড. ইউনূসের বিরুদ্ধে মামলা

শ্রমিক সংকটে পড়েছে অষ্ট্রেলিয়ার কৃষিখাত

অতিরিক্ত ইনসুলিন দিয়ে ১৯ রোগীকে হত্যা করেছেন মার্কিন নার্স