6.5 C
London
December 26, 2024
TV3 BANGLA
ইউরোপশীর্ষ খবর

ওমিক্রন আতঙ্কে ইউরোপে জৌলুশহীন বর্ষবরণ

ওমিক্রন আতঙ্কে যুক্তরাজ্যের একাধিক জায়গায় বিধি নিষেধ জারি করা হয়েছে। এরমধ্যে স্কটল্যান্ড, নর্দান আয়ারল্যান্ডে জমায়েতে সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়েছে।

 

এর আগে ক্রিসমাসে রেকর্ড সংক্রমণ হয় ইংল্যান্ডে। লন্ডনের ট্রাফলগর স্কোয়ারে বর্ষবরণের অনুষ্ঠান বাতিল করা হয়েছে। ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন বলেছেন, ২০২২ সালের আগে কোনও নতুন নিষেধাজ্ঞা জারি করা হবে না। তবে নাইটক্লাব এবং পাবগুলি রাতে খোলা থাকবে বলে প্রশাসন সূত্রে জানা যায়।

এখনও পর্যন্ত ইউরোপের একাধিক দেশে মাত্রাতিরিক্ত সংক্রমণের হদিশ পাওয়া গিয়েছে। ইতোমধ্যেই বর্ষবরণের অনুষ্ঠান বাতিল করেছে বহু দেশ। ফ্রান্সের প্রধানমন্ত্রী জানিয়েছেন, সীমিত পরিসরে জনসমাগম করা যাবে বর্ষবরণের অনুষ্ঠান।

 

একইভাবে রোম এবং ভেনিসেও বাতিল করা হয়েছেন অনুষ্ঠান। এই ধরনের অনুষ্ঠান লাইভ দেখার বন্দোবস্ত করেছে জার্মানি।

 

আগেই ক্রিসমাস এবং বর্ষবরণের অনুষ্ঠানে নিষেধাজ্ঞা জারি করেছে গ্রিস। সব ধরনের জমায়েত বন্ধ করতে বলা হয়েছে। বাইরে বের হলে মাস্ক পরা বাধ্যতামূলক বলে জানিয়েছে প্রশাসন। নতুন বছরের শুরুতে আরও কিছু বিধি জারি করা হতে পারে বলে ধারনা করা যাচ্ছে।

 

৩১ ডিসেম্বর ২০২১
এনএইচ

আরো পড়ুন

যুক্তরাজ্যে ভিজিটর ভিসায় আসছে কাজের অনুমতি

নিউজ ডেস্ক

পাকিস্তানকে ধবলধোলাই করে ঐতিহাসিক সিরিজ জয় বাংলাদেশের

রাশিয়া-ইউক্রেন যুদ্ধ: বাড়তে পারে ইংল্যান্ডের মর্গেজ রিপেমেন্ট

অনলাইন ডেস্ক