4.3 C
London
December 19, 2024
TV3 BANGLA
শিল্প-সাহিত্যশীর্ষ খবর

ওয়ার্ল্ড ইউনিভার্সিটিজ ডিবেটিং চ্যাম্পিয়নশিপ জিতল বাংলাদেশ

বেলগ্রেড ওয়ার্ল্ড ইউনিভার্সিটিজ ডিবেটিং চ্যাম্পিয়নশিপ (ডব্লিউইউডিসি) ২০২২ এর ওপেন ফাইনাল জিতেছেন ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের ‘ব্র্যাক এ’ দলের সাজিদ আসবাত খন্দকার এবং সৌরদীপ পাল।

 

প্রতিযোগিতায় বাংলাদেশের ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের অপজিশনে ছিল প্রিন্সটন বিশ্ববিদ্যালয়, ন্যাশনাল ইউনিভার্সিটি সিঙ্গাপুর এবং এটিইউএন ম্যানিলা। ব্রিটিশ সংসদীয় ফরমেটের ডিবেটে ওপেনিং ওপোজিশন হিসেবে ডিবেট করেছে ব্র্যাক। তাদের বিপরীতে ওপেনিং গর্ভমেন্ট ছিল প্রিন্সটন ইউনিভার্সিটি।

বিতর্কের বিষয় ছিল ‘This House Supports a decline in global reliance on the dollar’ আর এবারের বিতর্ক প্রতিযোগিতার আয়োজক ছিল বেলগ্রেড।

 

ডব্লিউইউডিসিকে ‘বিতর্কের বিশ্বকাপ’ বলা হয়। সাজিদ ও সৌরদীপের দলই বাংলাদেশের প্রথম দল, যারা এই বর্ণাঢ্য ইভেন্টের শিরোপা জিতেছে।

 

৩০ জুলাই ২০২২
এনএইচ

আরো পড়ুন

যুক্তরাজ্যে শ্রমিকের মজুরি রেকর্ড বৃদ্ধি

টেস্ট ছাড়া রোগীদের কেয়ার হোমে পাঠানো ‘বেআইনি’: হাইকোর্ট

অনলাইন ডেস্ক

গ্যাবনে অভ্যুত্থান ঘটিয়ে ক্ষমতা নিল সেনাবাহিনী