6.3 C
London
December 23, 2024
TV3 BANGLA
শীর্ষ খবরসারাদেশ

করোনা-পরবর্তী ৪০ শতাংশ রোগীর মধ্যে জটিলতা

করোনা ভাইরাসে আক্রান্ত হওয়ার তিন মাস পরেও ৪০ শতাংশ রোগী নানা ধরনের জটিলতায় ভুগছে। জটিলতার মধ্যে রয়েছে কাশি, শ্বাসকষ্ট, বুকে ব্যথা, নাকে গন্ধ কম পাওয়া, নাক দিয়ে পানি পড়া ইত্যাদি। বয়স্কদের মধ্যে এই সমস্যা সবচাইতে বেশি। বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের বক্ষব্যাধি (রেসপিরেটরি) বিভাগের উদ্যোগে ৫০০ রোগীর ওপর পরিচালিত এক গবেষণায় এ তথ্য উঠে এসেছে। রোগীর মধ্যে ৬৮ শতাংশ পুরুষ এবং ৩২ শতাংশ নারী।

 

গবেষণায় কোভিড থেকে সেরে ওঠা রোগীদের নিয়মিত ফলোআপে থাকার ওপর গুরুত্বারোপ করা হয়। গত রবিবার রেসপিরেটরি (বক্ষব্যাধি) বিভাগে ‘পোস্ট কোভিড-১৯ পালমোনারি ফাইব্রোসিস অ্যান্ড ম্যানেজমেন্ট’ শীর্ষক সেমিনারে গবেষণার এই ফল জানানো হয়।

 

অনুষ্ঠানের প্রধান অতিথি বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. মো. শারফুদ্দিন আহমেদ তার বক্তব্যে বলেন, করোনা ভাইরাসে আক্রান্ত রোগী সুস্থ হওয়ার পরেও তাদের কারো কারো মধ্যে বিভিন্ন ধরনের জটিলতা দেখা যাচ্ছে। মানসিক অবসাদ, ভুলে যাওয়া, মাথা ব্যথা, নাকে কম গন্ধ পাওয়াসহ নানা ধরনের সমস্যা লক্ষ্য করা যাচ্ছে। এসব থেকে উত্তরণ ও মুক্তির উপায় খুঁজে পেতে চিকিৎসার পাশাপাশি গবেষণা কার্যক্রম চালিয়ে যেতে হবে। বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে গবেষণার জন্য প্রয়োজনীয় ফান্ডের ব্যবস্থা করতে কার্যকরী উদ্যোগ নেওয়া হয়েছে। ইতিমধ্যে করোনা ভাইরাসের ভ্যারিয়েন্ট নির্ধারণে জিনোম সিকোয়েন্সিং, টিকার কার্যকারিতা জানতে টিকা গ্রহীতাদের শরীরে অ্যান্টিবডির অবস্থা নির্ণয়সহ নানাবিধ গবেষণা কর্ম চালু রয়েছে। উপাচার্য আরো বলেন, দেশের ওষুধ কোম্পানিগুলো যাতে রোগীদের উপকারে লাগে এমন গবেষণায় অবদান রাখতে পারে সেজন্য ওষুধের ট্রায়ালের সুযোগ প্রদানসহ বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

 

উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ডা. এ কে এম মোশাররফ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ডা. ছয়েফ উদ্দিন আহমদ। প্যানেল এক্সপার্ট হিসেবে ছিলেন মেডিসিন অনুষদের ডিন অধ্যাপক ডা. মাসুদা বেগম। গবেষণালব্ধ প্রবন্ধ উপস্থাপন করেন ডা. মো. মিরাজুর রহমান, ডা. মো. আব্দুর রহিম, ডা. মো. আহাদ মুরশিদ।

 

সূত্র: ইত্তেফাক

আরো পড়ুন

ভারতে শিগগিরই ভূমিকম্প? ডাচ গবেষক, যিনি তুরস্ক-সিরিয়া ভূমিকম্পের ভবিষ্যদ্বাণী করেছিলেন

নিউজ ডেস্ক

বাংলা চ্যানেল পাড়ি দিয়ে রেকর্ড গড়লেন ১৩ বছরের রাব্বি

অনলাইন ডেস্ক

চেক ডিজঅনার মামলা করতে পারবে না কোনো ব্যাংক: হাইকোর্ট