5.3 C
London
December 23, 2024
TV3 BANGLA
আমেরিকাফিচারশীর্ষ খবর

কানাডার ৬ বিশ্ববিদ্যালয়ে পড়ার সুযোগ বাংলাদেশিদের

কানাডা এবার বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য নতুন সুযোগ তৈরি করে দিয়েছে। এ লক্ষ্যে কানাডার নামকরা ৬টি শিক্ষা প্রতিষ্ঠানে দেশের শিক্ষার্থীরা বৃত্তিসহ কানাডায় পড়ার সুযোগ পাবেন।

এ সংক্রান্ত এক সামিট রোববার রাতে রাজধানীর একটি হোটেলে অনুষ্ঠিত হয়েছে বলে জানিয়েছে অনলাইন গণমাধ্যম বাংলানিউজ টোয়েন্টিফোর।

 

গ্লোবাল ইউনিভার্সিটি সিস্টেম (গাস) এর সহযোগিতায় অনুষ্ঠিত এই সামিটে কানাডার নামকরা বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধিরা অংশ নেন।

 

সামিটে অংশ নেয়া প্রতিনিধিরা জানান, বিশ্বের সবচেয়ে বড় এডুকেশন নেটওয়ার্ক ‘গাস’ এর রয়েছে নিজস্ব ৩৮টি বিশ্ববিদ্যালয়। এসব শিক্ষা প্রতিষ্ঠান থেকে বাংলাদেশে কাজ করে কানাডার ৬টি প্রতিষ্ঠান। এসব প্রতিষ্ঠানে সকল ধরনের সুযোগ সুবিধা পাবেন বাংলাদেশের শিক্ষার্থীরা।

 

সামিটে গাস-এর ডিরেক্টর নাটছায়া উইয়ারাট বলেন, কানাডা যেহেতু একটি উন্নত দেশ তাই সবারই আগ্রহ থাকে এখানে থাকায় ও আন্তর্জাতিকমানের শিক্ষা প্রতিষ্ঠানে পাড়ালেখা করার। কানাডার এই ৬টি শিক্ষা প্রতিষ্ঠানে যারা ভর্তি হবেন, তারা বিভিন্ন সুযোগ সুবিধার পাশাপাশি খুব কম খরচে কানাডায় পড়ার সুযোগ পাবেন। এতে করে পড়ালেখা শেষ করে তাদের কানাডায় থাকার সুযোগও তৈরি হতে পারে।

 

সামিটে গাস কানাডা কলেজের সিনিয়র বিজনেস ডেভেলপমেন্ট ম্যানেজার ফর সাউথ এশিয়ার সুজন দাস, ফ্লেমিং কলেজের সাউথ এশিয়ার অ্যাসোসিয়েট ডি স্বন্দীপ যাদপ, নায়াগ্রা কলেজ টরেন্টোর বিজনেস ডেভেলপমেন্ট ম্যানেজার ওয়ালিদ জাহান, বাংলাদেশ-ইউনিভার্সিটি কানাডা ওয়েস্টের কান্ট্রি ম্যানেজার ওয়াহেদ সালমানসহ বাংলাদেশ ও কানাডার প্রতিনিধিরা অংশ নেন।

 

২১ জুন ২০২২
এনএইচ

আরো পড়ুন

নিউয়র্কে হামলাকারীর হিট লিস্টে লন্ডন মেয়র সাদিক খান!

অনলাইন ডেস্ক

ফিলিস্তিনকে স্বীকৃতি দিতে জোট বাঁধছে স্পেন ও আয়ারল্যান্ড, প্রস্তুত নরওয়েও

ট্যাক্স বিতর্কের মধ্যেই ডাউনিং স্ট্রিট ছাড়লেন রিশি সুনাকের পরিবার