উচ্চশিক্ষার জন্য তরুণদের অন্যতম পছন্দের দেশ কানাডা। যুক্তরাষ্ট্র ও ব্রিটেনের তুলনায় কানাডায় আন্তর্জাতিক শিক্ষার্থীদের টিউশন ফি এবং থাকার খরচ কম। সেদেশে কর্মসংস্থানের সুযোগ ভালো এবং অভিবাসন প্রক্রিয়াও অনেক সহজ। কিন্তু সম্প্রতি বাংলাদেশের বেশ কয়েকটি বিশ্ববিদ্যালয়ের সার্টিফিকেটধারীরা কানাডার জন্য আবেদনের যোগ্যতা হারিয়েছেন।
ইন্টারন্যাশনাল ক্রেডেনশিয়াল ইভালুয়েশন সার্ভিস (আইসিইএস)- এর ওয়েবসাইটে বলা হয়েছে, আইসিইএস সব দেশ থেকে প্রশংসাপত্র মূল্যায়ন করে থাকে। যদিও কিছু দেশে নির্দিষ্ট কিছু আলাদা চাহিদা থাকে। তালিকায় থাকা কিছু প্রতিষ্ঠানের নির্দিষ্ট কোর্সের জন্য মূল্যায়ন দিতে অক্ষম।
আইসিইএস দ্বারা বাংলাদেশের ৩৩টি বিশ্ববিদ্যালয়কে মূল্যায়ন করা যায়নি বলে জানানো হয়েছে। যেসব বিশ্ববিদ্যালয়ের সার্টিফিকেটধারীরা কানাডার জন্য মূল্যায়নের যোগ্যতা হারিয়েছেন, তার তালিকা-
দারুল ইহসান বিশ্ববিদ্যালয়
প্রাইম ইউনিভার্সিটি
সাউদার্ন ইউনিভার্সিটি
নর্দান ইউনিভার্সিটি
বিজিসি ট্রাস্ট বিশ্ববিদ্যালয়
আমেরিকা বাংলাদেশ বিশ্ববিদ্যালয়
কুইন্স বিশ্ববিদ্যালয়
আইবিএআইএস বিশ্ববিদ্যালয়
সিলেট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি
ব্রিটানিয়া বিশ্ববিদ্যালয়
ইউনিভার্সিটি অব ইনফরমেশন অ্যান্ড টেকনোলজি অ্যান্ড সায়েন্স
আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয়
অতীশ দীপঙ্কর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়
পিপলস ইউনিভার্সিটি অব বাংলাদেশ
শান্ত-মারিয়াম ইউনিভার্সিটি অব ক্রিয়েটিভ টেকনোলজি
সোনারগাঁও বিশ্ববিদ্যালয়
ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি
এশিয়ান ইউনিভার্সিটি
গ্লোবাল ইউনিভার্সিটি
কুমিল্লা বিশ্ববিদ্যালয়
পুন্ড্রু ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি
ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব বিজনেস এগ্রিকালচার অ্যান্ড টেকনোলজি
বাংলাদেশ বিশ্ববিদ্যালয়
লিডিং ইউনিভার্সিটি
সাউথইস্ট ইউনিভার্সিটি
স্টেট ইউনিভার্সিটি অব বাংলাদেশ
সিটি ইউনিভার্সিটি
ওয়ার্ল্ড ইউনিভার্সিটি অব বাংলাদেশ
উত্তরা ইউনিভার্সিটি অব বাংলাদেশ
ভিক্টোরিয়া ইউনিভার্সিটি অব বাংলাদেশ
রয়েল ইউনিভার্সিটি অব ঢাকা
সেন্ট্রাল ওমেন্স ইউনিভার্সিটি
গ্রিন ইউনিভার্সিটি অব বাংলাদেশ
আইসিইএস-এর ওয়েবসাইটে বলা হয়েছে, আপনার দেশ যদি এ তালিকায় না থাকে, তার মানে এই না যে, আপনার দেশের মূল্যায়ন আমরা করিনি। যদি আপনার দেশ এই তালিকায় না থাকে, তবে নিয়মিত প্রয়োজনীয়তাগুলো অনুসরণ করুন। যেগুলো সাধারণ আবেদনকারীর প্রয়োজনীয়তা বা ইসিএ আবেদনকারীর প্রয়োজনীয়তার (অভিবাসনের জন্য) অধীনে তালিকাভুক্ত। এ তালিকাতেই দেখা গেছে, বাংলাদেশের বেশ কয়েকটি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা উচ্চশিক্ষার জন্য আবেদন করতে পারবেন না কানাডায়।
১৯ সেপ্টেম্বর ২০২১
নিউজ ডেস্ক