8.1 C
London
November 18, 2024
TV3 BANGLA
ইউরোপ

কোরআন পোড়ানো সেই যুবককে বহিষ্কার করল সুইডেন

সুইডেনের রাজধানী স্টকহোমের রাস্তায় মুসলমানদের পবিত্র ধর্মগ্রন্থ কোরআন পোড়ানো সালওয়ান মোমিকাকে বহিষ্কার করেছে সুইডেন। এরই মধ্যে তিনি সুইডেন ত্যাগ করেছেন। তবে ওই যুবক পার্শ্ববর্তী দেশ নরওয়েতে চলে গেছেন। সেখানে তিনি আশ্রয় প্রার্থনা করবেন বলে খবরে জানা যায়।

আজ বুধবার আরব নিউজের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। গত বছর সুইডেনের স্টকহোমে কোরআন পোড়ানোর পর কর্তৃপক্ষের নজরে আসেন খ্রিষ্টান ধর্মাবলম্বী ইরাকি শরণার্থী সালওয়ান। কোরআন পোড়ানোর ঘটনা বিশ্বজুড়ে মুসলিমদের বিক্ষুব্ধ করে তোলে। যুক্তরাষ্ট্র, রাশিয়াসহ বেশ কয়েকটি দেশ এ ঘটনায় নিন্দা জানায়।

সালওয়ান মোমিকা নামে ওই ইরাকি শরণার্থী গত বছর ঈদুল আজহার দিন স্টকহোমের কেন্দ্রীয় মসজিদের বাইরে পুলিশের সামনেই কোরআনের একটি কপি পুড়িয়ে ফেলেন। পরে আবারও কোরআন পোড়ানোর হুমকি দেন।

সুইডিশ নিরাপত্তা সংস্থা গত বছরের ওই ঘটনার পর বলেছিল, কোরআন পোড়ানোর ঘটনার পর মুসলিম দেশগুলোয় সুইডেনের ভাবমূর্তি ক্ষুণ্ন হয়েছে। সেই সঙ্গে অভ্যন্তরীণ নিরাপত্তা পরিস্থিতির অবনতি হয়েছে।

সূত্রঃ আরব নিউজ

এম.কে
২৮ মার্চ ২০২৪

আরো পড়ুন

দুর্নীতির অভিযোগে বিচারের মুখোমুখি হবেন সেপ ব্লাটার ও মিশেল প্লাতিনি

২০১৭’র বার্সেলোনা হামলা: স্প্যানিশ ইন্টেলিজেন্সই কি দায়ী?

অনলাইন ডেস্ক

১৫ হাজার বাংলাদেশিকে ভিসা দেবে রোমানিয়া, দিনক্ষণ চূড়ান্ত