16.4 C
London
August 26, 2025
TV3 BANGLA
আন্তর্জাতিকশীর্ষ খবর

কোরআন পোড়ানোকে মতপ্রকাশের স্বাধীনতা মনে করা লজ্জাজনকঃ আর্চ বিশপ

জেরুসালেমের গ্রিক অর্থোডক্স আর্চবিশপ আতাল্লাহ হান্না জোর দিয়ে বলেছেন, ‘সুইডেনে কারো কোরআন পোড়ানো এবং এটাকে বীরোচিত কাজ ও মতপ্রকাশের স্বাধীনতা বলে বিশ্বাস করতে দেখাটা বেদনাদায়ক ও লজ্জাজনক ঘটনা।’

বিবৃতিতে হান্না জোর দিয়ে বলেন, ‌’আমরা মনে করি যা ঘটেছে তা কেবল কোরআন ও মুসলিমদের ওপরই হামলা নয়, বরং এটি মানবজাতি, নৈতিকতা এবং সবার মধ্যে লালিত নাগরিক মূল্যবোধের ওপর হামলা। ধর্মীয় প্রতীকগুলো পবিত্র জিনিস, ধর্মকে অপমান করাকে মতপ্রকাশের স্বাধীনতা বিবেচনা করা উচিত নয়।’

তিনি বলেন, ‘আমরা এই অযৌক্তিক এবং অগ্রহণযোগ্য কাজের নিন্দা ও সমালোচনা করছি। এটি আমাদের বিশ্বের সকল ধর্মের সদস্যদের ভ্রাতৃত্বপূর্ণ সম্পর্কে আবদ্ধ হওয়ার কাজকে প্রভাবিত করা উচিত নয়।’

তিনি বলেন, ‘এ কাজ পুরোপুরি অগ্রহণযোগ্য। আমরা ধর্ম ও ধর্মীয় প্রতীকের যেকোনো অবমাননা প্রত্যাখ্যান করছি জোরালভাবে।’

এম.কে
০৩ জুলাই ২০২৩

আরো পড়ুন

ইউরোপ থেকে এলেই ১৪ দিন কোয়ারেন্টিন

ভূমধ্যসাগর পাড়ি দিতে গিয়ে অতি ঠাণ্ডায় বাংলাদেশিসহ ৭ জনের মৃত্যু

অনলাইন ডেস্ক

টেক্সাসে লরির ভেতরে ৪৬ মরদেহ