17.5 C
London
September 13, 2025
TV3 BANGLA
বাংলাদেশবিনোদনযুক্তরাজ্য (UK)শীর্ষ খবর

”ক্ষ” আসছে ঢাকায়

WOW – ওমেন অফ দ্য ওয়ার্ল্ড আন্তর্জাতিক উৎসব আয়োজন করতে যাচ্ছে ২৪ ও ২৫ ফেব্রুয়ারি।ওমেন অফ দ্য ওয়ার্ল্ড প্রায় প্রতি বছর নারী ও মেয়েদের কৃতিত্ব উদযাপন করে। সারা বিশ্বে নারী ও মহিলারা যে সব বাঁধার সম্মুখীন হয় তা  নিয়ে কাজ করে এই প্রতিষ্ঠান।
ব্রিটিশ কাউন্সিল,মঙ্গোল ডিপ ফাউন্ডেশন,সিসিডি বাংলাদেশ মিলিতভাবে যুক্তরাজ্যের দাতব্য সংস্থা দ্য ওয়াও ফাউন্ডেশনের সাথে অংশীদারিত্বে নারী ও মেয়েদের নিয়ে উৎসবের আয়োজন করে। এইবছর দ্যা ওয়াও ফাউন্ডেশনের  উৎসবটি ২৪ এবং ২৫ ফেব্রুয়ারি  সেগুনবাগিচায়  বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে অনুষ্ঠিত হবে।
এবারের আয়োজনে বিভিন্ন দেশী গায়ক,গায়িকাদের সাথে সাথে অংশগ্রহণ করতে যাচ্ছে ব্রিটিশ-বাঙালি বংশোদ্ভূত  ইংলিশ ফিউশন ব্যান্ড “ক্ষ”।
 “ক্ষ” ২০০৭ সালে ইংল্যান্ডের লন্ডনে গঠিত হয়। ইংলিশ ব্যান্ডের মূল সদস্য হলেন সোহিনী আলম যিনি হচ্ছেন ভোকাল,অলিভার উইকস গিটার ও পিয়ানো এবং বেন হার্টল্যান্ড বেসে। ব্যান্ডটি আধুনিক বাদ্যযন্ত্রের সাথে ঐতিহ্যবাহী বাংলাদেশী গান গায়।তারা শাস্ত্রীয়,রক,জ্যাজ,নজরুল সঙ্গীত,রবীন্দ্র সঙ্গীত, বাংলা লোকজ গানও গেয়ে থাকে।
এম.কে
২০ ফেব্রুয়ারি ২০২৩

আরো পড়ুন

বিলেতে বাড়ি কেনাবেচাঃ এস্টেট প্লান

নিউজ ডেস্ক

অন্তর্বর্তী সরকারের মেয়াদ প্রসঙ্গে যা বলল জাতিসংঘ

সিলেট মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য ও রেজিস্ট্রারের দেশত্যাগে নিষেধাজ্ঞা