যুক্তরাজ্যে সম্ভাব্য যুদ্ধ, সাইবার হামলা, প্রাকৃতিক দুর্যোগ ও বিদ্যুৎ বিভ্রাটের মতো পরিস্থিতি মোকাবিলায় পরিবারগুলোকে বিশেষ প্রস্তুতি নেওয়ার আহ্বান জানিয়েছে ব্রিটিশ সরকার। সম্প্রতি প্রকাশিত জাতীয় নিরাপত্তা কৌশলে উল্লেখ করা হয়েছে, দেশটি এখন এমন এক সময়ে রয়েছে যেখানে নিরাপত্তাকে হুমকি দেওয়া শক্তিগুলোর সঙ্গে সরাসরি মুখোমুখি হতে হচ্ছে।
সরকারের পক্ষ থেকে বলা হয়েছে, প্রতিটি পরিবারকে নিত্যপ্রয়োজনীয় কিছু জিনিসপত্র মজুত রাখতে হবে, যাতে হঠাৎ কোনো জরুরি পরিস্থিতি দেখা দিলে তাৎক্ষণিকভাবে সামাল দেওয়া সম্ভব হয়। বিশেষভাবে ব্যাটারি, টর্চ, রেডিও, মোবাইল পাওয়ার ব্যাংক ও চিকিৎসা সরঞ্জামের জন্য অতিরিক্ত ব্যাটারি রাখার পরামর্শ দেওয়া হয়েছে।
সরকার পরিচালিত Prepare.gov.uk ওয়েবসাইটে বলা হয়েছে, জরুরি অবস্থা যেকোনো সময় আসতে পারে—কখনো কয়েক ঘণ্টা স্থায়ী হয়, আবার কখনো তা কয়েক দিন, মাস বা আরও দীর্ঘ সময় ধরে চলে। তাই পরিবারগুলোকে প্রস্তুত থাকতে হবে বিদ্যুৎ বিভ্রাট, পানির সরবরাহ বন্ধ হওয়া কিংবা হঠাৎ ঘর ছাড়তে বাধ্য হওয়ার মতো পরিস্থিতির জন্য।
ওয়েবসাইটে আরও বলা হয়েছে, প্রতিটি পরিবার চাইলে একটি ‘গ্র্যাব ব্যাগ’ প্রস্তুত রাখতে পারে, যেখানে জরুরি পরিস্থিতিতে সঙ্গে নেওয়ার মতো প্রয়োজনীয় জিনিস থাকবে। এর মধ্যে ব্যাটারির পাশাপাশি টিনজাত খাবার, বোতলজাত পানি, শিশুর খাবার ও ব্যক্তিগত প্রয়োজনীয় সামগ্রী রাখার তাগিদ দেওয়া হয়েছে।
বর্তমান লেবার সরকারের মন্ত্রীরা জানান, এটি অনেকটা বীমার মতো—প্রস্তুতি নেওয়া দরকার, তবে আশা করতে হবে যেন কখনো ব্যবহার না করতে হয়। এজন্য সরকার একটি জাতীয় মহড়ার পরিকল্পনাও করছে, যেখানে বিভিন্ন সংকট পরিস্থিতি মোকাবিলার অনুশীলন চালানো হবে।
সূত্রঃ দ্য এক্সপ্রেস
এম.কে
২৬ আগস্ট ২০২৫