TV3 BANGLA
আন্তর্জাতিক

জাতিসংঘ থেকে ইসরায়েলের বহিষ্কার চায় মালয়েশিয়া

ইসরায়েলের গাজার বিরুদ্ধে চলমান হামলার তীব্র সমালোচনা করে আসছে মালয়েশিয়া। এবার জাতিসংঘে ইসরায়েলকে বহিষ্কারের প্রস্তাব উত্থাপন করতে প্রস্তুতি নিচ্ছে। মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম জানিয়েছেন, আগামী সপ্তাহে আরব রাষ্ট্রগুলোর সমর্থন অর্জনের জন্য একটি জরুরি সম্মেলনে এ প্রস্তাবটি উপস্থাপন করা হবে।

মঙ্গলবার (০৫ নভেম্বর) সাউথ চায়না মর্নিং পোস্টে প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম বলেন, তার সরকার ইসরায়েলকে জাতিসংঘ থেকে বহিষ্কারের প্রস্তাবের খসড়া প্রণয়ন করছে।

এদিকে গাজার ওপর ইসরায়েলের হামলার ফলে ৪৩,০০০-এরও বেশি ফিলিস্তিনি, যার মধ্যে বেশিরভাগই নারী ও শিশু, প্রাণ হারিয়েছে। এ বিষয়টি গুরুত্বের সাথে আনোয়ার বলেছেন, ‘ইসরায়েল আন্তর্জাতিক আইন এবং জাতিসংঘের নির্দেশাবলি লঙ্ঘন করছে। আমরা আইন লঙ্ঘনের পর ইসরায়েলকে জাতিসংঘের সদস্য হিসেবে বহিষ্কারের প্রস্তাব নিয়ে আলোচনা করছি।’

আনোয়ার ইব্রাহিম উল্লেখ করেন, মালয়েশিয়া নিশ্চিত করবে যেন এ বিষয়টি যথাযথ গুরুত্ব পায় এবং ইসরায়েলি শাসনের বর্বরতা থামানোর পাশাপাশি ফিলিস্তিনি জনগণের জন্য জরুরি সহায়তা পৌঁছানোর ব্যবস্থা করা যায়।

প্রসঙ্গত, মালয়েশিয়া ইসরায়েলি হামলার বিরুদ্ধে দীর্ঘদিন ধরে অবস্থান নিয়ে আসছে এবং ইতোমধ্যে দেশটি ইসরায়েলি শিপিং কোম্পানি জিমের প্রবেশ নিষিদ্ধ করেছে।

আনোয়ার ইব্রাহিম আরও বলেন, মালয়েশিয়া ফিলিস্তিনিদের স্বাধীন রাষ্ট্র প্রতিষ্ঠার পক্ষে দৃঢ় অবস্থান গ্রহণ করেছে। আনোয়ার ইব্রাহিম আরব লীগে একটি জরুরি সম্মেলনে এই প্রস্তাবটি উপস্থাপন করবেন, যেখানে গাজায় ইসরায়েলের ‘অপরাধ ও লঙ্ঘন এবং লেবাননে সামরিক হামলার’ প্রসঙ্গ নিয়ে আলোচনা হবে।

উল্লেখ্য, জাতিসংঘে একটি সদস্য রাষ্ট্রকে স্থগিত বা বহিষ্কার করতে হলে প্রমাণ প্রয়োজন, সেই রাষ্ট্রটি ‘অবিরতভাবে’ আন্তর্জাতিক আইন ও জাতিসংঘের সিদ্ধান্ত লঙ্ঘন করছে। মার্কিন যুক্তরাষ্ট্র, যা জাতিসংঘ নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য। দীর্ঘকাল ধরে ইসরায়েলের বিরুদ্ধে সমালোচনামূলক জাতিসংঘের প্রস্তাবগুলোকে ভেটো দিয়ে আসছে।

এ ছাড়া আনোয়ার ইব্রহিম পশ্চিমা নেতাদের ইসরায়েলের কর্মকাণ্ডের প্রতি নীরব থাকার জন্য সমালোচনা করেছেন এবং আরব ও মুসলিম দেশগুলোর মধ্যে ঐক্যবদ্ধ অবস্থান গঠনের প্রয়োজনীয়তার ওপর জোর দিয়েছেন। মালয়েশিয়া এ বিষয়ে একটি কার্যকর পরিকল্পনা গ্রহণ করবে এবং স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য নির্দিষ্ট পদক্ষেপ নেওয়ার চেষ্টা করবে।

সূত্রঃ সাউথ চায়না মর্নিং পোস্ট

এম.কে
২০ নভেম্বর ২০২৪

আরো পড়ুন

সিরিয়া থেকে সামরিক ঘাঁটি গুটিয়ে নিচ্ছে রাশিয়া!

নিউজ ডেস্ক

ইরানে পাল্টা হামলায় অংশ নেবে না আমেরিকা: হোয়াইট হাউস

২৩৩ বছরের পুরোনো পত্রিকা দ্য অবজারভার বিক্রি হয়ে যাচ্ছে