9.1 C
London
January 21, 2026
TV3 BANGLA
আন্তর্জাতিক

জোরপূর্বক দখল নয়, গ্রিনল্যান্ড নিয়ে সুর নরম ট্রাম্পের

গ্রিনল্যান্ড দখলের জন্য তিনি শক্তি প্রয়োগ করবেন না বলে নিশ্চিত করলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেন, ‘অত্যধিক শক্তি বা বলপ্রয়োগ না করলে আমরা কিছুই পাব না, যদিও তখন আমাদের আটকানো অসম্ভব হতো। তবে আমি বলপ্রয়োগ করব না।’

 

বুধবার সুইজারল্যান্ডের দাভোসে বিশ্ব অর্থনৈতিক ফোরামের (ডব্লিউইএফ) মঞ্চে বক্তব্য দিতে গিয়ে এ মন্তব্য করেন ট্রাম্প। তিনি আরও দাবি করেন যে, রাশিয়া থেকে ইউরোপকে রক্ষা করার জন্য ন্যাটোর কাছ থেকে যুক্তরাষ্ট্র ‘কিছুই পায়নি’।

ট্রাম্পের মতে, যুক্তরাষ্ট্র কেবল মৃত্যু এবং বিশৃঙ্খলা পেয়েছে। তারা বিপুল পরিমাণ অর্থ খরচ করছে ‘যারা আমাদের কাজের মূল্যায়ন করে না’। তিনি এখানে ন্যাটো এবং সামগ্রিকভাবে ইউরোপ উভয়কেই বুঝিয়েছেন।

এরপর ট্রাম্প দর্শকদের মাঝে উপস্থিত ন্যাটো প্রধান মার্ক রুটের দিকে ইঙ্গিত করেন। উল্লেখ্য যে, আজ সকালেই রুট ন্যাটো সদস্যদের সামরিক ব্যয় বাড়ানোর জন্য ট্রাম্পের দেওয়া চাপের প্রশংসা করেছিলেন। পরিশেষে, ট্রাম্প গ্রিনল্যান্ড অধিগ্রহণের ব্যাপারে তার আকাঙ্ক্ষার কথা পুনরায় ব্যক্ত করেন।

ইউরোপের সমালোচনা করে ট্রাম্প বলেন, ‘ইউরোপ সঠিক পথে এগোচ্ছে না’। তিনি বলেন, ‘আমি ইউরোপকে আর চিনতে পারছি না। আমি ইউরোপকে ভালোবাসি, আমি চাই তারা ভালো করুক-কিন্তু তারা এখন সঠিক পথে নেই।’ তবে তিনি যোগ করেন, ‘আমি কাউকে অপমান করতে চাই না।’

সূত্রঃ দ্য গার্ডিয়ান

এম.কে

আরো পড়ুন

মার্কিনীদের টার্গেট করছে ভেনেজুয়েলার মিলিশিয়াঃ ভেনেজুয়েলা ছাড়তে মার্কিন নাগরিকদের নির্দেশ

ইহুদি-বিদ্বেষীদের নাগরিকত্ব নয় : আইন করছে জার্মানি

করোনা ধ্বংসকারী ফেস মাস্ক আসছে ডিসেম্বরেই!

অনলাইন ডেস্ক