10.9 C
London
February 23, 2025
TV3 BANGLA
আন্তর্জাতিকশীর্ষ খবর

টুইটারের লোগো পরিবর্তনে সিদ্ধান্ত নিতে যাচ্ছে কর্তৃপক্ষ

টুইটারের লোগো পরিবর্তন করতে চান এই সামাজিক যোগাযোগমাধ্যমের প্রধান নির্বাহী কর্মকর্তা ইলন মাস্ক।

টুইটারের ‘নীল পাখি’কে বিদায় জানিয়ে রোববার রাত ১২টার দিকে একটি টুইট করেন তিনি। বিশ্ব সংবাদমাধ্যমের এক প্রতিবেদনে এ কথা বলা হয়।
তিনি টুইটে বলেন, ‘এবং শিগগিরই আমরা টুইটার ব্র্যান্ড ও ধীরে ধীরে সব পাখিকে বিদায় জানাব’।

সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মের বিলিয়নিয়ার ইলন মাস্ক আরও বলেন, ‘যদি আজ রাতের মধ্যে এক্সের মতো ভালো কোনো লোগো পোস্ট করা হয়, তাহলে আমরা আগামীকাল বিশ্বব্যাপী তা প্রচার করব।’

টুইটার স্পেসে এক অডিও চ্যাটে মাস্ককে জিজ্ঞেস করা হয় টুইটারের লোগো পরিবর্তন হবে কি না। তিনি বলেন, ‘হ্যাঁ। এটি অনেক আগে করা উচিত ছিল।’
ইলন মাস্ক ২০২২ সালের অক্টোবরে টুইটার কিনে নেয়ার পর তিনি মূল প্রতিষ্ঠানের নাম রাখেন এক্স কর্প।

টুইটারের ওয়েবসাইট জানায়, নীল পাখির লোগোটি তাদের সবচেয়ে স্বীকৃত সম্পদ। এ কারণে তারা এ বিষয়ে বেশ রক্ষণশীল।

এম.কে
২৪ জুলাই ২০২৩

আরো পড়ুন

ইসরায়েল যুদ্ধাপরাধ করছে: অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল

অনলাইন ডেস্ক

যুক্তরাজ্যের দেওয়া দূরপাল্লার ক্ষেপণাস্ত্র ব্যবহার করেছে ইউক্রেনঃ রাশিয়া

মরিশাসকে চাগোস ফেরত দিতেই যুক্তরাজ্যের কাছে ফকল্যান্ড চাইল আর্জেন্টিনা