6.8 C
London
November 22, 2024
TV3 BANGLA
যুক্তরাজ্য (UK)শীর্ষ খবর

টুইটারের সবচেয়ে বড় অংশীদার এখন ইলন মাস্ক

সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারের নয় দশমিক দুই শতাংশ শেয়ার কিনে নিলেন টেসলার প্রতিষ্ঠাতা ইলন মাস্ক। যার মূল্য হচ্ছে প্রায় তিনশ কোটি ডলার। এরপরই টুইটারের শেয়ারের দর ২৫ শতাংশ বেড়ে যায়।

 

এদিকে শাল অংকের শেয়ার কেনায় কোম্পানিটির (টুইটার) বড় শেয়ারহোল্ডারে পরিণত করেছে তাকে। যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রক প্রতিষ্ঠান এ তথ্য জানিয়েছে। সোমবার (৪ এপ্রিল) এবিসি নিউজের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

 

মাস্ক সাত কোটি ৩৫ লাখ টুইটার শেয়ার কিনেছেন। শুক্রবার লেনদেন শেষ হওয়ার আগে সামাজিক মাধ্যমটিতে তার সম্পদের আকার ২৯০ কোটি ডলারে দাঁড়িয়েছে বলে প্রতিবেদনে জানিয়েছে রয়টার্স।

 

শেয়ারগুলো বর্তমানে ‘ইলন মাস্ক রিভোকেবল ট্রাস্ট’-এর তত্ত্বাবধানে রয়েছে। এর একমাত্র তত্ত্বাবধায়ক মাস্ক নিজেই।

 

২০০৯ সালে সাইটটিতে যোগ দেওয়া মাস্ক নিজেও টুইটার ব্যবহারকারী হিসেবে যথেষ্ট সক্রিয়। বর্তমানে তার ফলোয়ার সংখ্যা আট কোটির উপর।

 

গত সোমবার নিয়ন্ত্রক সংস্থার কাছে জমা দেওয়া তথ্য অনুযায়ী, ইলন মাস্ক টুইটারের ৭ কোটি ৩৫ লাখ শেয়ারের মালিক। ৮ দশমিক ৭৯ শতাংশ শেয়ার নিয়ে দ্বিতীয় অবস্থানে আছে ভ্যানগার্ড নামের একটি বিনিয়োগ সংস্থা।

 

গতকাল টুইটারের শেয়ারের দাম ২৭ দশমিক ১ শতাংশ বেড়ে ৪৯ দশমিক ৯৭ ডলারে পৌঁছেছে। গত ১২ মাসে টুইটারের শেয়ারের দাম ৩৮ শতাংশ কমেছে।

 

গবেষণা প্রতিষ্ঠান সিএফআরএ রিসার্চের বিশ্লেষক অ্যাঞ্জেলো জাইনো জানান, টুইটারে ইলন মাস্কের বিনিয়োগ তার মোট সম্পদের খুবই ক্ষুদ্র একটি অংশ। তিনি চাইলে টুইটারকে কিনেও নিতে পারেন।

 

৫ এপ্রিল ২০২২
এনএইচ

আরো পড়ুন

লাইফটাইম ট্র্যাকার মর্গেজ

অনলাইন ডেস্ক

প্রবাসী বন্ডের মুনাফা কমেছে

অনলাইন ডেস্ক

ইংল্যান্ড ও ওয়েলসের স্থানীয় রাস্তাঘাটের জীর্ণদশা, আছে বাজেটের ঘাটতি