TV3 BANGLA
বাংলাদেশশীর্ষ খবর

ড. ইউনুসকে সরকারের প্রধান উপদেষ্টা করার ঘোষণা দিয়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন

প্রবল গণআন্দোলনের মুখে প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে দেশ ছেড়ে ভারতের উদ্দেশে যাওয়ার খবরের কয়েক ঘণ্টা পর বার্তা সংস্থা রয়টার্স জানায়, শেখ হাসিনা আগরতলা পৌঁছেছেন।

বিকাল পৌনে ৪টার দিকে সেনাসদরে জনগণের উদ্দেশ্যে ভাষণ দেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। তখন শেখ হাসিনার পদত্যাগের কথা নিশ্চিত করেন তিনি।

সরকারি চাকুরিতে কোটা সংস্কারের দাবিতে ৩৬ দিন আগে শিক্ষার্থীদের যে আন্দোলন শুরু হয়েছিল তা সরকার পতনের আন্দোলনে রূপান্তরিত হওয়ার পর দেশজুড়ে সংঘাত আর তিন শতাধিক মানুষের মৃত্যুর মধ্যে শেখ হাসিনাকে ক্ষমতা ছাড়তে হল।

একটানা সাড়ে ১৫ বছর ক্ষমতায় ছিলেন শেখ হাসিনা।

এদিকে সোমবার গভীর রাতে এক ভিডিও বার্তায় ড. মুহাম্মদ ইউনূসকে অন্তর্বতীকালীন সরকারের প্রধান উপদেষ্টা করার ঘোষণা দিয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক নাহিদ ইসলাম৷ প্রফেসর ইউনূস এই প্রস্তাবে রাজি হয়েছেন বলেও জানিয়েছেন তিনি৷ এসময় তার সঙ্গে আরো দুজন সমন্বয়ক উপস্থিত ছিলেন৷

সূত্রঃ ডয়েচেভেলে

এম.কে
০৬ আগস্ট ২০২৪

আরো পড়ুন

নতুন প্রধানমন্ত্রী দায়িত্ব নেওয়ার আগে পদত্যাগ করলেন প্রীতি প্যাটেল

অনলাইন ডেস্ক

যুক্তরাজ্যে বাড়ছে মন্দার ভাব, বাড়ির দাম কমছে

সেন্টমার্টিনে যেতে রেজিস্ট্রেশন করতে হবে, এ তথ্য ভুয়া