TV3 BANGLA
বিনোদনশীর্ষ খবর

ঢাকায় চালু হচ্ছে সালমান খানের ফ্যাশন ব্র্যান্ড

বাংলাদেশে আসছে সালমান খানের ফ্যাশন ব্র্যান্ড বিয়িং হিউম্যান ক্লদিং। ঢাকার বনানীতে চালু হচ্ছে তাদের শোরুম। বাংলাদেশে এটাই হবে তাদের প্রথম দোকান। বলিউড অভিনেতার একটি ভিডিও বার্তা শেয়ার করে খবরটি জানিয়েছে বিয়িং হিউম্যান বাংলাদেশের ফেসবুক পেজ।

 

‘বিয়িং হিউম্যান ক্লোদিং বাংলাদেশ’ নামের একটি ফেসবুক পেজ থেকে মঙ্গলবার দুপুরে এক ভিডিও বার্তায় এ ঘোষণা দেন সালমান।

 

বোঝাই যাচ্ছে, বাংলাদেশে ব্যবসা শুরু করতে যাচ্ছেন সালমান খান। বিয়িং হিউম্যান ক্লোদিংয়ের আউটলেট খুলছেন বাংলাদেশে।

 

সালমান জানিয়েছেন, রাজধানী ঢাকায় বনানীতে তার এই জনপ্রিয় চ্যারিটেবল ট্রাস্টের পোশাক ব্র্যান্ডের আউটলেট শাখা চালু করতে যাচ্ছেন তিনি। আগামী ১৫ সেপ্টেম্বর দুপুর দেড়টায় এ স্টোরের শুভ উদ্বোধন হবে।

 

উল্লেখ্য, সালমান খানের ফাউন্ডেশন বিয়িং হিউম্যান একটি নিবন্ধিত দাতব্য ট্রাস্ট যা সুবিধাবঞ্চিতদের জন্য শিক্ষা ও স্বাস্থ্যসেবায় কাজ করে। ফাউন্ডেশনের কার্যক্রমকে আরও এগিয়ে নিতেই প্রতিষ্ঠিত হয় বিয়িং হিউম্যান ক্লোদিং। এটি  ২০১২ সালে চালু হয়।

 

১৪ সেপ্টেম্বর ২০২২
এনএইচ

আরো পড়ুন

বাংলাদেশের প্রথম ট্রান্সজেন্ডার সংবাদ উপস্থাপক শিশির

অনলাইন ডেস্ক

ব্রিটেনের আর্থশট পুরস্কার পেলেন বাংলাদেশের ইসরাত

বেনিফিট আবেদন নিয়েও কড়া হতে যাচ্ছে সরকার