15 C
London
October 9, 2025
TV3 BANGLA
আন্তর্জাতিক

তিন বছরের নাগরিকত্বের সুযোগ শেষ, কঠোর অভিবাসন নীতির পথে জার্মানি

জার্মান সরকার দ্রুত নাগরিকত্ব কর্মসূচি বাতিল করেছে, যা আগে বিশেষভাবে একীভূত বিদেশিদের মাত্র তিন বছরের মধ্যে নাগরিকত্ব পাওয়ার সুযোগ দিত। এই সিদ্ধান্ত ইউরোপজুড়ে অভিবাসন নিয়ে পরিবর্তিত জনমতের প্রতিফলন হিসেবে দেখা হচ্ছে।

চ্যান্সেলর ফ্রিডরিখ ম্যার্জের নেতৃত্বাধীন কনজারভেটিভ সরকার নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী এই আইন প্রত্যাহার করেছে। তাদের দাবি, নাগরিকত্ব পাওয়ার প্রক্রিয়া হবে এমন একটি স্বীকৃতি যা প্রমাণ করে কেউ সফলভাবে জার্মান সমাজে একীভূত হয়েছে—এটি কখনোই অবৈধ অভিবাসনের প্রণোদনা হিসেবে কাজ করা উচিত নয়। স্বরাষ্ট্রমন্ত্রী আলেকজান্ডার ডোব্রিন্ড্ট পার্লামেন্টে বলেন, “জার্মান পাসপোর্ট হতে হবে একীভূত হওয়ার স্বীকৃতি, পুরস্কার নয় অবৈধতার।”

সাবেক চ্যান্সেলর ওলাফ শলৎসের নেতৃত্বে প্রণীত নতুন নাগরিকত্ব আইনের অন্যান্য অংশ অক্ষত থাকবে। এতে দ্বৈত নাগরিকত্বের অনুমোদন ও নাগরিকত্ব পাওয়ার সময়সীমা আট বছর থেকে কমিয়ে পাঁচ বছর রাখার নিয়ম বহাল রয়েছে। তবে দ্রুত নাগরিকত্ব প্রক্রিয়া, যা তিন বছরের মধ্যে নাগরিকত্ব দেওয়ার সুযোগ দিত, তা আর থাকছে না।

বর্তমানে ম্যার্জ সরকারের জুনিয়র অংশীদার সোশ্যাল ডেমোক্র্যাট পার্টি (SPD) জানিয়েছে, তারা এ সিদ্ধান্তে সম্মত কারণ দ্রুত নাগরিকত্ব কর্মসূচিটি খুবই সীমিতভাবে ব্যবহৃত হতো। সরকারি পরিসংখ্যান অনুযায়ী, ২০২৪ সালে রেকর্ড ৩ লাখ নাগরিকত্ব প্রদানের মধ্যে মাত্র কয়েকশ আবেদনকারী এই দ্রুত প্রক্রিয়ার মাধ্যমে নাগরিকত্ব পেয়েছিলেন।

মূলত দক্ষ ও উচ্চশিক্ষিত বিদেশিদের জার্মানিতে স্থায়ীভাবে বসবাসে উৎসাহিত করার জন্য এই বিশেষ সুবিধা চালু করা হয়েছিল। আবেদনকারীদের জার্মান ভাষায় উচ্চ দক্ষতা, স্বেচ্ছাসেবামূলক কাজ, কিংবা পেশাগত ও একাডেমিক কৃতিত্ব দেখাতে হতো।

গ্রিন পার্টির সংসদ সদস্য ফিলিজ পোলাট পার্লামেন্টে বলেন, “জার্মানি সারা বিশ্বের সেরা মেধাবীদের আকৃষ্ট করার প্রতিযোগিতায় আছে। যদি তারা জার্মানিকে বেছে নেয়, আমাদের উচিত তাদের ধরে রাখার সর্বোচ্চ চেষ্টা করা।”

তবে জার্মানিতে সাম্প্রতিক সময়ে অভিবাসনবিরোধী মনোভাব দ্রুত বেড়েছে। উচ্চ অভিবাসনের চাপ স্থানীয় সেবা, বাসস্থান ও প্রশাসনিক ব্যবস্থায় অতিরিক্ত চাপ সৃষ্টি করেছে। এই পরিবর্তিত জনমত ডানপন্থী দল অল্টারনেটিভ ফর জার্মানি (AfD)-কে জনপ্রিয়তার শীর্ষে তুলেছে, যা ইউরোপের রাজনীতিতে নতুন ভারসাম্যহীনতার ইঙ্গিত দিচ্ছে।

সূত্রঃ দ্য গার্ডিয়ান

এম.কে
০৯ অক্টোবর ২০২৫

আরো পড়ুন

ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়ার জন্য পিটিশনে সই করেছে ৯ হাজার ইসরায়েলি

বিশ্বকাপ দর্শকদের দেওয়া ‘হায়া কার্ডের’ মেয়াদ বাড়ালো কাতার

ওমরাহ পালনে নতুন নির্দেশনা সৌদি আরবের